ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

জাপার সাবেক এমপি নিজ বাসায় পুলিশের নজরদারিতে ॥ বিভিন্ন মহলে নানা প্রশ্ন

প্রকাশিত: ০৫:৫৮, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

জাপার সাবেক এমপি  নিজ বাসায় পুলিশের  নজরদারিতে ॥ বিভিন্ন  মহলে নানা প্রশ্ন

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জাতীয় পার্টির নেতা কর্নেল (অব) ডাঃ আব্দুল কাদের খান পুলিশের নজরদারিতে রয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে বগুড়া শহরের রহমাননগরে তার বাড়ি গরিব শাহ ক্লিনিকের চারধারে পুলিশ ঘিরে রেখে অবস্থান নেয়। এই ক্লিনিক তিনি ও তার স্ত্রী পরিচালনা করেন। ক্লিনিকের তৃতীয়তলায় তাদের বাসভবন। কি কারণে তার বাড়ি ঘিরে রাখা হয়েছে এই বিষয়ে বগুড়ার পুলিশ সুপার বলেন ‘তিনি কিছু জানেন না’। এই বিষয়ে সাবেক এমপির স্ত্রী ডাঃ নাসিমা বলেন, বৃহস্পতিবার মধ্য রাতেই পুলিশ তাদের বাড়ি ঘিরে রখেছে। কেন ঘিরে রাখা হয়েছে এই বিষয়টি পুলিশকে জিজ্ঞাসা করা হলে তারা বলেন, সাবেক এমপির নিরাপত্তার জন্য বাড়ির চার ধারে অবস্থান নেয়া হয়েছে। এদিকে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সাবেক এমপি কর্নেল (অব) ডাঃ আব্দুল কাদের খানের স্ত্রী ডাঃ নাসিমার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বুধবার ডাঃ আব্দুল কাদের খান সুন্দরগঞ্জে তাদের গ্রামের বাড়ি থেকে নিজস্ব গাড়িতে গাইবান্ধা যাচ্ছিলেন। পথে পুলিশ তার গাড়ি থামিয়ে ভেতর থেকে জাতীয় পার্টির কর্মী শাহীন ও মেহেদীকে আটক করে নিয়ে যায়। পুলিশ জানায় তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নেয়া হয়। তার পরিবার থেকে আরও জানানো হয়, পুলিশ তার (সাবেক এমপি) গাড়ির ড্রাইভার আব্দুল হান্নান ও সুন্দরগঞ্জের বাড়ির কেয়ারটেকার শামীমকে হেফাজতে নেয়। একপর্যায়ে গাইবান্ধায় পুলিশ সাবেক এমপিকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করার কিছুক্ষণ পর ছেড়ে দেয়। পরদিন তিনি বগুড়ায় আসেন। রাতেই তার বাড়ির সামনে পুলিশ অবস্থান নেয়।
×