ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খালেদাকে বাইরে রেখে নির্বাচনের চেষ্টা সফল হবে না- খসরু

প্রকাশিত: ০১:৫৯, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

খালেদাকে বাইরে রেখে নির্বাচনের চেষ্টা সফল হবে না- খসরু

স্টাফ রিপোর্টার ॥ খালেদা জিয়াকে বাইরে রেখে নির্বাচনের চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বর্তমান সরকার একটি বহুমুখী নির্বাচনী প্রকল্প হাতে নিয়েছে। তারা বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে বাইরে রেখে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়। সে চেষ্টা করা হলে বিএনপি আন্দোলন করবে, তবে নেতিবাচক রাজনীতি করবে না। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডেমোক্রেটিক কাউন্সিল নামক একটি সংগঠন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খসরু বলেন, নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে সরকারি দলের প্রস্তাব প্রাধান্য পাওয়ায় রাষ্ট্রপতির ওপর জনগণের আস্থা নেই। রাষ্ট্রপতি আওয়ামী লীগের ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছেন। খসরু বলেন, মানুষ তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজের ইচ্ছার প্রতিফলন ঘটাতে চায়। আর এ জন্য নির্বাচনকালে নিরপেক্ষ সরকার প্রয়োজন। আয়োজক সংগঠনের সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, প্রচার সম্পদাক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী প্রমুখ।
×