ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মেলায় ৫৭ কবির কবিতা সংকলন ‘এইসব কবিতারা’

প্রকাশিত: ০১:৩৬, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

মেলায় ৫৭ কবির কবিতা সংকলন ‘এইসব কবিতারা’

স্টাফ রিপোর্টার ॥ অমর একুশে গ্রন্থমেলায় এসেছে ৫৭ কবির কবিতা সংকলনের বই ‘এইসব কবিতারা’। কবি রাকিবুল হায়দার সম্পাদিত এ বইটিতে যেমন উঠে এসেছে পুরাতন কবিদের লেখা তেমনি স্থান পেয়েছে একদম নতুন কবির কবিতাও। বইটি প্রকাশ করছে বিদ্যানন্দ প্রকাশনী, প্রচ্ছদ করেছেন সাজিদ শুভ। বইটি থেকে পাওয়া সমুদয় অর্থ বিদ্যানন্দ’র শিশুদের খাবার কেনার কাজে ব্যয় হবে। এ বিষয়ে কবি রাকিবুল হায়দার বলেন, ‘সম্পাদনার কাজটা বরাবরের মতো এবারেও ভয়াবহ অভিজ্ঞতা ছিলো আমার জন্য। অসাধারণ সব কবিতার মাঝখান থেকে কিছু কবিতা বের করে আনা আসলেই খুব কঠিন একটা কাজ। বরাবরের মতো এবারেও ছাপার অক্ষরে পরিচিত কবিদের পাশাপাশি ছাপার অক্ষরে নিজের কবিতা দেখবার আনন্দ পাবেন কেউ কেউ। এই কবিতা সংকলনের আড়ালে অসাধারন এক মানবিক গল্প আছে। এই বইটি বিক্রি থেকে পাওয়া সমুদয় অর্থ বিদ্যানন্দ’র শিশুদের খাবার কেনার কাজে ব্যায় হবে।’ অমর একুশে বইমেলায় বাতিঘর প্রকাশনীর ২৭২ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে। এছাড়াও বইটি সংগ্রহ করতে পারবেন বিদ্যানন্দ প্রকাশনী (রুম-৫, ফ্লোর-১২, সায়েরা ট্রপিক্যাল সেন্টার, ২১৮ এলিফেন্ট রোড, ঢাকা), বাতিঘর প্রকাশনী(৩৭/১, বর্ণমালা মার্কেট, বাংলা বাজার)। এবারের সংকলনে যাঁদের লেখা থাকছে তারা হলেন- ১) চাঁদ, সূর্য ও দিন কবিঃ রিফাত আরা আফরিন ২) শুনেছি আজ বিদ্রোহ হবে কবিঃ জুবায়ের আহম্মদ ৩) এপিটাফ কবিঃ তাহমিদ হক ৪) তরুলতা ও একটি প্রাচীন মুদ্রা কবিঃ আবুল হাসনাত বাঁধন ৫) শিরোনাম নেই কবিঃ হলদে শুভ্র ৬) অন্তিম অর্কেস্ট্রা কবিঃ মোঃ রাকিবুল ইসলাম শোভন ৭) তোমার প্রতি কবিঃ মোঃ ওয়ালিউল ইসলাম সাকিব ৮) গোলাপ কখনো প্রেম নয় কবিঃ সবুজ আহমেদ মিজান ৯) জমাট ভালোবাসা কবিঃ শামীম সাগর ১০) ভ্রম আহাদ আদনান ১১) অভিমানী প্রেম কবিঃ গাজী মোহাম্মদ মোমিনুল হক ১২) স্মৃতি রোমন্থন কবিঃ তাসমিয়া শান্তা ১৩) যদি বলো ভালবাসি... কবিঃ আমিনুল ইসলাম ১৪) লেট নাইট ডিনার কবিঃ অন্কুর খান ১৫) একদিন ঠিক ভুলে যাবো... কবিঃ শাহ্‌রিন রুপা ১৬) সূর্যদহন কবিঃ অরণ্যানী শ্রুতি ১৭) দুঃখ তুমি নদী হয়ে যাও... কবিঃ মেঘাদৃতা মৌসি ১৮) নামকরণ কবিঃ হাসান ইমতি ১৯) দুঃখ প্রাণী কবিঃ রাফিজ বিন মনজুর ২০) নৈঃশব্দ্যের বিষাদমালা কবিঃ আফরিন নাহার ২১) আমাদের ভোরগুলো কবিঃ নাসরিন আক্তার ২২) শতাব্দীর পরেও কবিঃ তাসমিয়া তাবাসসুম ঝর্ণা ২৩) ভ্রুণ স্বগতোক্তি কবিঃ ডঃ জায়েদ বিন জাকির (শাওন) ২৪) কবিতার রাত হোক কবিঃ সালসাবিলা নকি ২৫) দেবতা কিংবা দানবের কাব্য কবিঃ নাহিদ শামস্ ইমু ২৬) অনভ্যস্ত একজন কবিঃ সাদাফ আমিন ২৭) সমুচ্ছেদ অভ্যর্থনা কবিঃ ইফফাত আঁখি ২৮) ওপারে এপার কবিঃ বিসর্গ মিত্তির ২৯) ভুল বিশ্বাস কবিঃ চৌধুরী সাদিয়া শাকিলা ৩০) আর হুট করে নয় কবিঃ স্বাক্ষর চন্দ্র ৩১) রোদসী কবিঃ শাদমান ইবনে শহীদ ৩২) আমারতো কবিতা লিখবার কবিঃ সোয়েব মাহমুদ ৩৩) দেনা কবিঃ চৌধুরী ফাহাদ ৩৪) ছেলেমানুষি কবিঃ কুশল ইশতিয়াক ৩৫) বিভ্রান্তি কবিঃ জেবাউল নকিব ৩৬) পরস্পর কবিঃ নাহিদ ধ্রুব ৩৭) বিশাল চাঁদটা কবিঃ তপু মজুমদার ৩৮) খাদ কবিঃ অভিজিৎ দাশগুপ্ত ৩৯) নেশার রাত কবিঃ রাইসুল নয়ন ৪০) মন পোড়া বাঁশী কবিঃ আসমা অধর ৪১) তোমাতে দেখি নিয়ন আলোর শরীর কবিঃ আরাফাত রহমান ৪২) এতোটা বেলা গেল কবিঃ এমদাদুল হক তুহিন ৪৩) কফিন কাঠের ঘর কবিঃ সালু আলমগীর ৪৪) উন্মোচন কবিঃ শাওন আহমেদ শাওন ৪৫) দুঃস্বপ্ন কবিঃ রফিক হাসান ৪৬) লাল চিত্রকল্পের কবিতা কবিঃ হানিফ মোহাম্মদ ৪৭) শরণার্থী শিবির কবিঃ আলোময় বিশ্বাস ৪৮) প্রেম-২ কবিঃ কানিজ ফাতেমা খুশী ৪৯) অন্তিম অর্কেস্ট্রা কবিঃ অমিত রজক সৌরভ (অর্থহীন অমিত) ৫০) যাদের কোন ঈশ্বর নেই কবিঃ আয়শা আহমেদ ৫১) রাষ্ট্র ও একজন প্রেমিক কবিঃ মোবারক খান হৃদয় ৫২) আমি ও তুমি কবিঃ প্রসেনজিৎ রায় ৫৩) অন্তষ্টিপ্রেম কবিঃ সানজিদা আলম ইভা ৫৪) মৃত্যু সংবাদ কবিঃ কালপুরুষ ৫৫) সম্মোধন কবিঃ রাজু আহমেদ ৫৬) তুমি আর আমি... কবিঃ দীপান্বিতা রায় সরকার ৫৭) বন্ধু আমার কবিঃ সিকদার ডায়মন্ড
×