ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নেত্রকোনায় অগ্নিকান্ডে ৮ দোকান পুড়ে ছাই

প্রকাশিত: ০১:০৮, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

নেত্রকোনায় অগ্নিকান্ডে ৮ দোকান পুড়ে ছাই

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ জেলার পূর্বধলা উপজেলার বিশকাকুনি ইউনিয়নের যাত্রাবাড়ি বাজারে বৃহস্পতিবার রাতে অগ্নিকান্ডেে ৮টি দোকান পুড়ে গেছে। এতে ক্ষতি হয়েছে আনুমানিক ৫০ লাখ টাকা। স্থানীয়রা জানান, রাত ১২টার দিকে ওই বাজারের মাদ্রাসা মার্কেটের কম্পিউটার ব্যবসায়ী সুলতান মিয়ার দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। মুহূর্তে তা চারপাশে ছড়িয়ে পরে। এতে কম্পিউটারের দোকান, মুদি দোকান, মেশিনারি যন্ত্রাংশের দোকান, টিনের দোকান ও কাপড়ের দোকানসহ মোট ৮টি দোকান ঘরসহ সব মালামাল পুড়ে যায়। স্থানীয়রা ঘন্টা দুয়েক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে ৬-৭ জন আহত হয়। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার নমিতা দে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
×