ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বেড়ায় শতভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ

প্রকাশিত: ২০:৫৭, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

বেড়ায় শতভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ

সংবাদদাতা, বেড়া, পাবনা ॥ পাবনার বেড়া উপজেলার পৌর এলাকার শতভাগ শিক্ষাপ্রতিষ্ঠানেসহ ইউনিয়ন পর্যায়ের বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানেই শহীদ মিনার নির্মাণকাজ শেষ হয়েছে। এমনকি দুর্গম চরাঞ্চলেও বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শহীদ মিনার তৈরি হয়েছে। ফলে এবছর একুশে ফেব্র“য়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের শহীদ মিনারেই ফুল দিয়ে শ্রদ্ধা অর্পনের সুযোগ পাবে শিক্ষার্থীরা। মাত্র এক বছর আগেও এর চিত্র ছিল স¤পূর্ণ বিপরীত। ইউনিয়ন পর্যায়ে তো বটেই পৌর এলাকার বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানেই ছিল না কোন শহীদ মিনার। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতো শিক্ষার্থীরা। তাছাড়া অনেক শিক্ষা প্রতিষ্ঠানে বাশ, কাঠ দিয়ে অস্থায়ীভাবে শহীদ মিনার তৈরি করে শ্রদ্ধা নিবেদন করা হতো। আবার দিন শেষে তা ভেঙে ফেলা হতো। এভাবেই চলছিল বছরের পর বছর। এবছর শহীদ মিনার নির্মাণ করায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা অর্পণের পাশাপাশি বাংলা ভাষা চর্চার গুরুত্বও অনুধাবন করতে পারবে বলে মনে করছেন স্থানীয় জনগন। শহীদ মিনার নির্মাণে উপজেলা প্রশাসন থেকেও বারবার তাগিদ দেওয়া হয়েছিল। যেন একুশে ফেব্র“য়ারির আগেই কাজ শেষ হয়। এ বিষয়ে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সামসুন নাহার সুমি বলেন, বাংলা ভাষার সঠিক ইতিহাস শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই শহীদ মিনার নির্মাণ করা উচিত। সে লক্ষেই আমরা কাজ করেছি।
×