ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাগুরায় অসাম্প্রদায়িক চেতনায় দুদিনব্যাপী বাউল উৎসব

প্রকাশিত: ১৮:৩০, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

 মাগুরায় অসাম্প্রদায়িক চেতনায় দুদিনব্যাপী বাউল উৎসব

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ মাগুরায় অসাম্প্রদায়িক চেতনায় দুদিনব্যাপী বাউল উৎসব অনুষ্ঠিত হয়েছে । কোকিল শাহের ৫২তম মৃত্যু বাষির্কী উপলক্ষে দুইদিন ব্যাপী এই বাউল উৎসব অনুষ্ঠিত হয় । আজ শুক্রবার দুপুরে শহরের দোয়ারপাড় কোকিল কুঞ্জ প্রাঙ্গনে এ অনুষ্ঠন শেষ হবে । সোমবার সন্ধ্যা থেকে এ অনুষ্ঠান শুরু হয়েছিল । উৎসবে মাগুরা. কুষ্টিয়া, যশোর, ঝিনাইদহ, চুয়াডাংগা, নড়াইল, মেহেরপুর,ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে ৫ শতাধিক বাউল সাধক ও শিল্পী অংশ নেন । লালন ও বাউল দর্শনের উপর বক্তব্য রাখেন অধ্যক্ষ তপন কুমার বসু , গোলাম হোনে, আভারানী প্রমুখ । আয়োজক অধ্যক্ষ তপন কুমার বসু জানান, তার বাবা প্রতিবছর এই অনুষ্ঠানের আয়োজন করতেন তার মৃত্যুর পর তিনি করছেন ।
×