ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জঙ্গীবাদের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে ॥ ডিএমপি কমিশনার

প্রকাশিত: ০৮:৩২, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

জঙ্গীবাদের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে ॥ ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, জঙ্গীবাদের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। বৃহস্পতিবার মিরপুর পিওএম পুলিশ লাইন্সে এক বিশেষ কল্যাণ সভায় তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেছেন, জঙ্গী দমনে ঐক্য তৈরি হয়েছে, যা দেশে-বিদেশে প্রশংসিত হচ্ছে। এ সময় তিনি পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালন করার সময় ভাল আচরণ করার নির্দেশ দেন। আছাদুজ্জামান মিয়া জানান, জঙ্গীবাদের বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে ঐক্যের সৃষ্টি হয়েছে। জঙ্গী দমনে যথেষ্ট সাফল্য অর্জন করেছি আমরা, যা দেশের সর্বমহলে ভূয়সী প্রশংসিত হয়েছে ও হচ্ছে। এটি পুলিশের প্রতি দেশের মানুষের ভালবাসার প্রতিফলন। ডিএমপি কমিশনার বলেন, পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করাই তার কাজ। পুলিশের কোন সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে জনগণের সঙ্গে শুভেচ্ছা, সহযোগিতা ও সৌজন্যমূলক আচরণ করতে হবে। এজন্য থানায় সেবার মান বাড়ানো হয়েছে।
×