ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অবৈধ স্থাপনা উচ্ছেদ বরিশালে পুলিশ-জনতা সংঘর্ষে আহত ২৫ আটক পাঁচ

প্রকাশিত: ০৮:৩১, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

অবৈধ স্থাপনা উচ্ছেদ বরিশালে পুলিশ-জনতা সংঘর্ষে আহত ২৫ আটক পাঁচ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে পুলিশ প্রশাসন ও বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) কর্তৃপক্ষের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে আট পুলিশ ও বিসিসির সাত কর্মীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অবৈধ দখলদার ও এলাকাবাসীর ওপর লাঠিচার্জ ও ১৪৩ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করেছে। হামলার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর কাউনিয়া টেক্সটাইল মোড় বটতলা এলাকায় এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কর্মীরা অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য নগরীর কাউনিয়া হাউজিং মসজিদ সংলগ্ন এলাকা থেকে অভিযান শুরু করে। দুপুর দেড়টা নাগাদ তারা কাউনিয়া টেক্সটাইল মোড় বটতলা এলাকায় উচ্ছেদ অভিযান চালাতে গেলে সেখানকার অবৈধ দখলদার ও স্থানীয়রা কর্পোরেশনের কর্মীদের মারধর করে। এসময় স্থানীয়রা ইট-পাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও ফাঁকা গুলিবর্ষণ করে। সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহামুদ জুয়েল জানান, সিটি কর্পোরেশনের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে গিয়েছিলেন তারা। এর আগে এসব স্থাপনা মালিক ও দখলদারকে নোটিস দেয়া হয়েছিল। কিন্তু হঠাৎ করেই কর্পোরেশনের কর্মী ও পুলিশের ওপর হামলা চালায় তারা। আর আই সালাউদ্দিন জানান, অবৈধ দখলদারদের হামলায় তিনিসহ কর্পোরেশনে আরআই সাজ্জাদ, সোহেল খান, ইমরান হাসান, রেজাউল, মোস্তাফিজুর রহমান, নিরাপত্তা সুপার নিকর চন্দ্র দাসসহ ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের পুলিশ হাসপাতাল ও শেবাচিমে ভর্তি করা হয়েছে। অপরদিকে আহত পুলিশ সদস্যদের মধ্যে রেজাউল, আসাদ, সুমন এবং আর্মড পুলিশের দুই সদস্যসহ মোট আটজন আহত হয়েছেন। এসব আহত পুলিশদের পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাউনিয়া থানার ওসি সেলিম রেজা বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এছাড়া অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
×