ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে চরমোনাই পীর

সুপ্রীমকোর্টের সামনে থেকে মূর্তি সরানো না হলে সরকার পতনের ডাক

প্রকাশিত: ০৭:৫৬, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

সুপ্রীমকোর্টের সামনে  থেকে মূর্তি সরানো না হলে সরকার পতনের ডাক

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৬ ফেব্রুয়ারি ॥ ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (চরমোনাই পীর) বলেছেন, সুপ্রীমকোর্টের সামনে থেকে গ্রীক মূর্তি অপসারণ করা না হলে দুর্বার গণআন্দোলনের মাধ্যমে সরকার পতনের ডাক দেয়া হবে। বৃহস্পতিবার বিকেলে নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার ১৭তম ও ভাষা শহীদদের স্মরণে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। সংগঠনের জেলা সভাপতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মুহাম্মাদ ওমর ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমদাদুল হকের সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান। প্রধান বক্তা ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির মুহতারাম সভাপতি জি এম রুহুল আমীন। আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সংগ্রামী সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মদ আব্দুল হান্নান প্রমুখ।
×