ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে মাজারে আত্মঘাতী হামলায় নিহত ৭২

প্রকাশিত: ০৭:৪২, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

পাকিস্তানে মাজারে আত্মঘাতী হামলায় নিহত ৭২

জনকণ্ঠ ডেস্ক ॥ পাকিস্তানের সিন্ধু প্রদেশের শেহওয়ান এলাকার লাল শাহবাজ মাজারে আত্মঘাতী হামলায় কমপক্ষে ৭২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। খবর এএফপি ও এক্সপ্রেস ট্রিবিউনের। পুলিশের আইজি এডি খাজা জানান, মাজারের মূল দরজা দিয়ে ওই হামলাকারী প্রবেশ করে। প্রথমে হামলাকারী নিজে একটি গ্রেনেড ছোড়ে। তবে তা বিস্ফোরিত হয়নি। পরে নিজের শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটান তিনি। এতে কমপক্ষে ৭২ জন নিহত হয়েছেন। মাজারের একটি অংশে সুফি সংক্রান্ত বিষয়ে অনুষ্ঠান হয়। বোমার বিস্ফোরণটি ওই জায়গাতেই হয় বলে পুলিশ জানায়। জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। দেশের বিভিন্ন এলাকা থেকে ওই মাজারে প্রচুর দর্শনার্থী আসেন। বিশেষ করে বৃহস্পতিবার লোকসমাগম বেশি হয়। সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ জানিয়েছেন, উদ্ধারকর্মীদের দ্রুত ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেন, জামশরো, নওয়াবশাহ, হায়দরাবাদ থেকে চিকিৎসকদের শেহওয়ানে পাঠানো হয়েছে। তিনি ওই এলাকার সংসদ সদস্য। সর্বশেষ গত বছরের ১২ নবেম্বর সুফি মাজারে হামলার ঘটনা হয়। বেলুচিস্তানের খুজদার জেলায় শাহ নুরানির মাজারে ওই আত্মঘাতী হামলায় ৫২ জন নিহত হয়।
×