ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সেনাবাহিনীতে রদবদল

প্রকাশিত: ০৭:৪০, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

সেনাবাহিনীতে রদবদল

স্টাফ রিপোর্টার ॥ সেনাবাহিনীতে বৃহস্পতিবার বড় ধরনের রদবদল করা হয়েছে। সিজিএস হিসাবে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল নিজাম উদ্দিন নিয়োগ পেয়েছেন। এই পদে থাকা লেফটেন্যান্ট জেনারেল সাব্বির আহমেদ অবসরে গেছেন। সামরিক সচিব (এমএস) মেজর জেনারেল আব্দুল্লাহ বাকি নিয়োগ পেয়েছেন ডিফেন্স সার্ভিসেস কমান্ড এ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট হিসেবে। ১০ পদাতিক ডিভিশন জিওসি মেজর জেনারেল সারোয়ার হাসানকে লগ এরিয়ার কমান্ডার করা হয়েছে। পাশাপাশি ৯ম পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে ডিএফআইয়ের ডিজি মেজর জেনারেল আকবর হোসাইনকে। শান্তি রক্ষা মিশনের (আনমিড) ডেপুটি ফোর্স কমান্ডার মেজর জেনারেল মাকসুদুর রহমানকে ১০ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে বদলি করা হয়েছে। মেজর জেনারেল ওয়াকারুজ্জামানকে করা হয়েছে সামরিক সচিব। মেজর জেনারেল সাইফুল আবেদীনকে ডিজিএফআইয়ের ডিজি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ব্রি. জেনারেল নাইম আশফাক চৌধুরীকে পদোন্নতি দিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।
×