ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাজিব ওয়াদুদের গল্পগ্রন্থ ‘সেরা পঁচিশ’

প্রকাশিত: ০৬:০০, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

নাজিব ওয়াদুদের গল্পগ্রন্থ ‘সেরা পঁচিশ’

এবারের বইমেলায় উল্লেখযোগ্য প্রকাশনা গল্পকার নাজিব ওয়াদুদের ছোটগল্প সংকলন ‘সেরা পঁচিশ’। ভিন্ন ভিন্ন বিষয়, বোধ ও অভিব্যক্তির ফসল এই পঁচিশটি গল্প। মুক্তিযুদ্ধ, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, সন্ত্রাস, পারিবারিক সংকট, মানুষে মানুষে সম্পর্কের বহুমাত্রিক টানাপোড়েন, সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠা, তথাকথিত অভিজাতদের কদাচার, পরিবেশ সংকট, মানবমনের চিরায়ত আবেগ, এইসব নিয়েই তার গল্পগুলি রচিত। গল্পের বয়নপ্রক্রিয়ায় নাজিব ওয়াদুদ নির্মোহ। নিবিড় পর্যবেক্ষণ ও প্রতীকী ব্যঞ্জনায় প্রকৃতিকেও তিনি মানুষের মতো প্রাণবন্ত ও ভূমিকাশ্রয়ী করে তোলেন। গতিশীল বাক্য, চরিত্র ও পরিবেশ উপযোগী শব্দ, কৌতুক ও বিদ্রুপ, তীক্ষè ও ইঙ্গিতময় সংলাপ এবং মূল কথা-বয়নে স্থানিক শব্দ ও মেজাজ প্রয়োগ তার গল্পের মূল সম্পদ। এই সংকলনে ঘটনা ও চরিত্র প্রধান এবং কৌতূহল-উদ্দীপক গল্প যেমন আছে, তেমনই রয়েছে মননশীলতা, মানুষের অন্তর্জগতের বিচিত্র রহস্য এবং তীক্ষè ও নির্মোহ জীবন-জিজ্ঞাসা নিয়ে লেখা গল্পও। এসব গল্পে দুঃখ, বঞ্চনা, ব্যর্থতা, পতন, ক্ষতি, দ্বিধা, দ্বন্দ্ব, কান্না সবই আছে, কিন্তু জীবনকে জয় করার, আনন্দময় করে তোলার উন্মুল বাসনা এবং লড়াইও রয়েছে। এই গল্পগুলো সাধারণ ও মননশীল উভয় শ্রেণীর পাঠককেই আনন্দ দান এবং জীবনমুখী অনুধ্যানে আন্দোলিত করতে সক্ষম। গ্রন্থে কোনো ভূমিকা নেই, কিন্তু শুরুতে বাংলাদেশের সাহিত্যসমালোচক মাহফুজুল্লাহ, কবি আল মাহমুদ, এবং ভারতের কথাশিল্পী অমর মিত্র, মুর্শিদ এ এম ও নীহারুল ইসলামের মন্তব্য ভূমিকার অভাব পূরণ করেছে। তাঁদের পর্যবেক্ষণ নাজিব ওয়াদুদের গল্প বুঝতে সহায়ক হবে। বইটির প্রকাশক : গ্রন্থকুটির। প্রচ্ছদশিল্পী : ধ্রুব এষ। মূল্য : ৫০০ টাকা।
×