ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মমতার নদী

প্রকাশিত: ০৫:৫৯, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

মমতার নদী

শাহীন রেজা ছিলে তুমি অদেখায় ছিলে সাথে ছিলে দিনে রাতে কবিতার ভালোবাসা ছিলো আঁকা ছিলো দুই হাতে গভীরের ডাক শুনে জেগেছিলে শ্রাবণের পাখি বেঁধেছিলে মেঘচুলে আততায়ী প্রণয়ের রাখি তোমারই বক্ষজুড়ে কি নিবিড় ভাষাদের চাষ অনাবিল উড়ে যায় ছায়াপথে নিলিমার হাঁস চেতনায় ফোটে ফুল দেহজুড়ে মমতার নদী তোমাকেই পাই কাছে কবিতায় তুমি নিরবধি অরণ্যের বুকে তুমি পাহাড়েও গতিময় ধারা তোমাতেই করে ¯œান সময়েরা চাঁদ মেঘ তারা আমাদের চোখে আছো, আছো তুমি শালিকের বুকে কুয়াশার ছোঁয়া হয়ে সারাবেলা পৌষের সুখে।
×