ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তোমার কবিতাগুলো

প্রকাশিত: ০৫:৫৮, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

তোমার কবিতাগুলো

ফারুক মাহমুদ হেঁটে নয়। তুমি, পদব্রজে এসে গেলে এতটা সুদূর ... নিজে একা। একা নিজে। বানিয়ে রেখেছ চূড়ো মানবিক আগুনপাহাড় জেগে থাকে দীর্ঘ চোখে, যেদিকে সুন্দর হেঁটে যায় কেউ কেউ চলে আসে-পানীয় জলের জন্য ক্ষতদগ্ধ হাতে সত্যের সামান্য অংশ, অবিকল্প নিদ্রা ও আহার সকল শূন্যতা দিয়ে ভরে নিতে প্রবাহের সুর তোমার তো জানাই ছিল- সব অশ্রু পুড়ে যায় বৃষ্টিভেজা ভ্রমণের রাতে ক্ষমতার কত স্ফীতি তোমার পায়ের কাছে মুগ্ধ পায়ে দাঁড়িয়ে দাঁড়ায় সন্তের মৌনতা নিয়ে তুমি থাক স্বচ্ছ নির্বিকার তোমার কবিতাগুলো হেসে ওঠে নদীদের অপলক জোয়ার-ভাটায়
×