ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পলিয়ার ওয়াহিদের কবিতা

প্রকাশিত: ০৫:৫৭, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

পলিয়ার ওয়াহিদের কবিতা

মাটিয়ালি গান গমবনে মানুষ হলাম- আমি ভেতোশাক আকাশ উত্তীর্ণ হয়ে বুঝি ভুলে গেছি- মাটিবর্তী মানুষের গান! বেলেশাকের কথায় ধরো- নিজেকে বিছিয়েছে সে- মাটিরই বিছানায় ভালোবাসি থানকুনিপাতা তবুও বন্ধুরা হলো- শিয়ালকাটা! আমি হাটি- জাজিমের মতো রক্তিম আকাশ আবার মুখস্থ করি সান্ধ্যকালীন গাভীন গমক্ষেত! ** শিশুদাঁত জীবন- এক কলাপাতার- বাঁশি। বাজাতে বাজাতে দক্ষ হতে হয় শিশু দাঁতেই চিবিয়ে ফেলা নিষেধ অঞ্চলগুলি এসব আঁচল বাঁধা করাত ও ছুরি আমার ভালো লাগে না! কেবল চাবি খেলায় যারা মজবুত তাদের হাতেই যেন রয়ে গেল পাশা ্্** রোহিঙ্গা সমুদ্র-ডালায় টলটল করে ভাসে নিষ্পাপ ফুলেলগুচ্ছ। তুচ্ছ ফুলেরই নাম হতে পারে মানুষ। যেন বা কাটার নাম- মানবতা! কথা বলা অভিবাসী এক পাখি ডেকে উঠে। ছোটে সকালের সূর্য- হুমড়ি খেয়েই কাত! তবু দেখি- পৃথিবীর সবখানে রাত! ্্** ক্ষুধা ক্ষুুধার্ত কুকুর- মুখে বাসি পাউরুটি ঢুকতে দেখেই মনে হলো- পৃথিবী পচা পাউরুটির মতো গোল! ওগো কমলালেবুর ফুলা ফুলা বুক তুমি চিরকাল ভুলভাল। ** মায়ামাছ দুপুরের প্লেটে মায়া মাছের সাঁতার। সাঁতার মানে ভেসে থাকা নয়। অস্থির জনপদ। গা বাঁচায়ে হাঁটা। অন্ধ সময়ের পিছু ছুটছে যে নষ্টঝিনুক তাকে তুমি কি নামে ডাকো? ভুলে থাকো গণিতের খাতা? চলো এখন আঁকা যাক চারুকারুকলা! ** আকাশে উড়ছে চিল কাঁচা রসুন খাবার পর প্রলুব্ধ উত্তাপ ছড়ানো বিছানায় রক্তে চড়ুইপাখির অস্থিরতা মেখে ছটফট করছে ডানা কামনার টবে জন্মাচ্ছে উত্তেজনার ফুল শাসনের আগাছা ভেঙ্গে স্বল্পবসনা ছায়া আমাকে তাড়ায়ে নিতেছে নেশার আয়ু মিসরি ছড়ানো পিঁপড়েরা আজ পেয়ে গেছে সিঁকেতে ঝুলানো খাবারের সন্ধান! মাড়দেয়া সুতি শাড়ির মতো তুমি সৌখিন তবু তোমার হাসির অপেক্ষায় ঝরছে মানসিক খুন!
×