ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিথ ছাপিয়ে হিউমেনিজম

প্রকাশিত: ০৫:৫৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

মিথ ছাপিয়ে হিউমেনিজম

নব্বই দশকের শুরুর দিকে দৈনিক আজাদীতে গল্প প্রকাশের মধ্য দিয়ে তার লেখালেখির সূচনা। জন্মেছেন সন্দ্বীপের মাইটভাঙায় ১৯৭১ সালের ২০ জানুয়ারি। বাবা মোঃ আবদুল বাতেন। মা জিন্নাত নূর। শৈশব থেকে বেড়ে উঠেছেন চট্টগ্রাম শহরের অক্সিজেন, বায়েজিদ এলাকায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ও এমবিএ ডিগ্রী লাভ করেন। শুরুটা গল্প ও উপন্যাস দিয়ে হলেও বর্তমানে তিনি কবিতাই বেশি লিখছেন। কবিতাই যেন আরাধ্য হয়ে উঠেছে। তার হেন্ডিক্রাফ্ট যেন কবিতার কুসুম কার্ভে ভরে উঠছে ক্রমশ। শাহীন মাহমুদের প্রথম প্রকাশিত বই তথা উপন্যাস ‘অন্তর্গূঢ় দিশা’। প্রকাশ পায় ১৯৯৪ সালে। তার দ্বিতীয় বই ও উপন্যাস, নাম ‘ছুঁয়ে দাও একবার’। এটি প্রকাশিত হয় ঢাকা বইমেলা ১৯৯৭-তে। তবে তিনি কবিতা নিয়ে প্রথম হাজির হন ১৯৯৭ সালে। নামকরণ করেন ‘শাহীন মাহমুদের নির্বাচিত প্রেমের কবিতা’। এ ছাড়া অন্যান্য প্রকাশিত গ্রন্থগুলো হচ্ছে ‘হৃদয়ে তুলির আঁচড়’ (উপন্যাস, প্রকাশকাল-একুশের বইমেলা ২০০১), প্রসব্য প্রণয় (কাব্য গ্রন্থ, প্রকাশকাল একুশের বইমেলা ২০১৬), শাহীন মাহমুদের নির্বাচিত প্রেমের কবিতা (কাব্যগ্রন্থ, দ্বিতীয় সংস্করণ-প্রকাশকাল একুশে বইমেলা-২০১৭), জেগে ওঠে ফিনিক্স পাখি (তৃতীয় কাব্যগ্রন্থ, প্রকাশকাল-একুশে বইমেলা ২০১৭)। প্রকাশক-বলাকা প্রকাশন। প্রচ্ছদ-মুস্তাফিজ কারিগর। মূল্য-১২০ টাকা। অগ্রজ কবি শাহীন মাহমুদের কাব্যগ্রন্থগুলোর মধ্যে ‘জেগে ওঠে ফিনিক্স পাখিটি পড়েছি। তাই এ গ্রন্থটির পাঠানুভূতি আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করছি। বইটির নামকরণই বলে দেয় শাহীন মাহমুদ কতটা মিথপ্রেমি কবি। কাব্যের ৪৭টি কবিতার মধ্যে অধিকাংশ কবিতার শরীরে রয়েছে মিথের যথার্থ প্রয়োগ ও স্বকীয়তার ছাপ। যদিও এ পর্যন্ত অনেক কবিই মিথ ও উপকথার থিম ব্যবহার করে গড়ে তুলেছেন তাদের কাব্যপ্রতিমা। এক্ষেত্রে উল্লেখযোগ্য টিএস এলিয়টের ‘ওয়েস্ট ল্যান্ড’ কাব্যগ্রন্থটি। তবে এলিয়টের ওয়েস্ট ল্যান্ড থেকে শাহীন মাহমুদের ‘জেগে ওঠে ফিনিক্স পাখি’র পোয়েট্রি প্যাটার্ন, বাকপ্রতিমা, সিম্বলিজমের প্রয়োগের ক্ষেত্রে স্বতন্ত্র। অষ্টাদশ শতকের পরের পোয়েট্রিক ডিকশনের মৌলিক বৈশিষ্ট্য ছিল এ্যাবাস্ট্রাক কিংবা পারসোনিফিকেশনের মতো বিষয়, যা শাহীন মাহমুদের কবিতার ক্ষেত্রে বিবেচ্য। তবে সবকিছু ছাপিয়ে প্রকাশ পেয়েছে হিউমেনিজম। নকিব মুকশি
×