ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কম্বোডিয়া শান্তি সেনা জার্নাল কাজী সেলিম

প্রকাশিত: ০৫:৫৪, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

কম্বোডিয়া শান্তি সেনা জার্নাল কাজী সেলিম

ব্রিগেডিয়ার জেনারেল বায়েজিদ সারোয়ার লিখিত ‘কম্বোডিয়া শান্তি সেনা জার্নাল’ বইটিতে জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীসহ বিশ্বের বিভিন্ন দেশের বেসামরিক নির্বাচন পরিচালনা ও পর্যবেক্ষণ অফিসার/সদস্যদের অবদান, কৃতিত্ব, দক্ষতা ও দায়িত্ব পালনে সততার মূর্ত প্রতীক হিসেবে প্রস্ফুটিতে হয়েছে। জাতিসংঘের ইতিহাসে সর্ববৃহৎ শান্তি মিশনে বিভিন্ন বিভাগ ও শাখায় দায়িত্ব পালন করা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের সামরিক-বেসামরিক সদস্যদের সম্মিলিত পেশাগত দক্ষতা পালনের অভিভূত বিস্তারিত প্রশংসনীয় তথ্যাদিতে পরিপূর্ণ বইটি। বইটি পড়ার সময় মনে হবে যেন লেখক শুধু একজন দক্ষ পেশাগত সমর বিশারদ পর্যবেক্ষণ হিসেবেই দায়িত্ব পালন করেননি, একজন অভিজ্ঞ সুনিপুণ গবেষক, বিশ্লেষক এবং শাণিত ভাষা বিশারিদও। স্বাধীন বাংলাদেশ সেনাবাহিনীর একজ দক্ষ, অভিজ্ঞ ও গর্বিত কর্মকর্তা হিসেবে জাতিসংঘের এই সর্ববৃহৎ মিশনে কর্মকা-ের বিভিন্ন ঘটনাবহুল বিষয় ও তথ্যাদিসহ লেখার মাঝে মাঝে প্রয়োজনীয় ও যথাযথভাবে লেখার উপাদান হিসেবে প্রয়োগ করেছেন। সম্মানিত পাঠকদের সদয় অবগতি ও জাতিসংঘের কার্যক্রম, বিশ্বে শান্তি, স্থিতিলীতা ও সৌহার্দ্যমূলক সম্পর্ক পূর্ণ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার তাৎপর্য ও অপরিহার্যতার কথা প্রকাশ করেছেন লেখক এই বইটিতে। অতীতের গৃহযুদ্ধ, সংঘাত-সংঘর্ষ ও গণহত্যা যে মানব জীবন ও সমাজে কত ভয়াবহ সঙ্কটের সৃষ্টি করে এবং পরবর্তীতে বিশ্ব সহযোগিতা ও প্রচেষ্টা মানুষের মধ্যে পূর্বের সকল ভয়-ভীতি দূর করে পুনরায় হৃদয়ের ভালবাসার সহমর্মিতার জাগরণ, স্নেহ-মায়া মমতা দিয়ে একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে আবার শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যায়, তার বিস্তারিত বর্ণনা করেছেন লেখক তার বৈচিত্র্যময় অভিজ্ঞতা ও বিশ্লেষণাত্মক গবেষণামূলক এই বইটিতে। যে সকল গবেষক, যারা আন্তর্জাতিক শান্তি ও সংঘাতের ওপর গবেষণা, অধ্যয়ন ও অধ্যাপনা করছেন, তাদের জন্য বইটি একটি যথাযথ গাইড হিসেবে সাহায্য করবে, উপকৃত করবে বিশ্ব পরিম-লে শান্তি স্থাপনে জাতিসংঘ ও বাংলাদেশ সেনাবাহিনীর অবিস্মরণীয় ভূমিকার ও ভবিষ্যতে বাংলাদেশ সেনা, নৌ, বিমানবাহিনী, পুলিশ ও নির্বাচন পরিচালনা ও পর্যবেক্ষণে সামরিক এবং বেসামরিক কর্মকর্তা-কর্মচারী সদস্যদের জাতিসংঘের অধীনে দায়িত্ব পালনের একটি পরিচ্ছন্ন সহায়ক পূর্ব প্রস্তুতিমূলক গাইড হিসেবে। লেখকের এই মূল্যবান লেখা সংবলিত বইটি বাংলাদেশ সেনা, নৌ, বিমান, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার সদর দফতরের পাঠাগারে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ঘটনা সংবলিত গ্রন্থশালায় বইটিকে অন্তর্ভুক্ত করলে একটি ব্যতিক্রমধর্মী রাজনৈতিক, সামরিক, শান্তি ও সৌহার্দ্য সৃষ্টির দিকনির্দেশার অমূল্য পা-ুলিপি হিসেবে অনন্তকাল ধরে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আমাদের স্বাধীন বাংলাদেশের অভিস্মরণীয় ভূমিকার কথা চিরস্বরণীয় হয়ে থাকবে, উপকৃত হবেন ভবিষ্যতের জাতিসংঘের জন্য মনোনীত বাংলাদেশর ‘শান্তি সেনা ও নির্বাচন কার্যে অংশগ্রহণকারীরা। বইটি আকারে হাল্কা ও বড় চওড়াভাবে মুদ্রিত এবং প্রচ্ছদটি আরও বড় ও গভীর রঙের হলে বইটির উপস্থাপনার মান আরও অধিক গুণে বৃদ্ধি পেত। লেখককে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ তার এই বিশেষ গবেষণামূলক তথ্যবহুল/জানার্ল লেখা ও প্রকাশের জন্য।
×