ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিশু নাজমুল জটিল রোগে আক্রান্ত, চিকিৎসায় সাহায্য করুন

প্রকাশিত: ০৫:৩৭, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

শিশু নাজমুল জটিল রোগে আক্রান্ত, চিকিৎসায় সাহায্য করুন

স্টাফ রিপোর্টার ॥ প্রিয় পাঠক, সাড়ে পাঁচ বছরের শিশু নাজমুল হাসানের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সে জেনেটিক ডিসঅর্ডার সমস্যায় ভুগছে। তার হাত ও পায়ের চামড়া মোটা হয়ে ফেটে যায়। প্রচ- ব্যথায় ছটফট করে সে। চার বছর ধরে সে এ রোগে ভুগছে। চিকিৎসার জন্য ভারতে দু’বার নেয়া হয়েছে। বর্তমানে সে রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাকে সপ্তাহে ৩ দিন ফটো থেরাপিসহ দামি ওষুধ দিতে হয়। সপ্তাহে থেরাপির পেছনে ১৮শ’ টাকা এবং ওষুধ কিনতে ব্যয় হয় ৪ হাজার টাকা। শিশুটিকে ন্যূনতম ১শ’টি থেরাপি দিতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাত-পা নরম হলে অপারেশন করানো হবে। কিন্তু শিশুটির মাতা-পিতার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। বরগুনা সদর থানার বুড়িরচর গ্রামে তাদের বাড়ি। চিকিৎসার পেছনে এ পর্যন্ত ব্যয় হয়েছে ১২ লাখ টাকা। চিকিৎসা করাতে গিয়ে ইতোমধ্যে পরিবারটির সহায় সম্বল ফুরিয়ে গেছে। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় শিশু নাজমুল হাসানের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় মাতা-পিতা। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন শিশুটির পিতা মোঃ এনামুল হক শাহীনের এই মোবাইল নম্বরে ০১৯১৭৭২৫৩১৭(বিকাশ)। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে মোঃ এনামুল হক শাহীন , ব্র্যাক ব্যাংক লিঃ, নিউ ইস্কাটন শাখা, ঢাকা, হিসাব নং ১৫২০২০২০০৫৭৫৭০০। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×