ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডব্লিউএলএফ এ্যাওয়ার্ড পাচ্ছেন হুইপ ইকবালুর রহিম

প্রকাশিত: ০৫:৩৭, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

ডব্লিউএলএফ এ্যাওয়ার্ড  পাচ্ছেন হুইপ  ইকবালুর রহিম

সংসদ রিপোর্টার ॥ ওয়ার্ল্ড লিডারশিপ ফেডারেশন ডব্লিউএলএফ কর্তৃক সোশ্যাল ইনোভেটর ক্যাটাগরিতে জাতীয় সংসদের হুইপ এবং নব্বই দশকের তুখোড় ছাত্রনেতা ইকবালুর রহিম মনোনীত হয়েছেন। আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাইতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তার হাতে এই সম্মানসূচক এ্যাওয়ার্ড তুলে দেয়া হবে। ভারতভিত্তিক ওয়ার্ল্ড লিডারশিপ ফেডারেশন (ডব্লিউএলএফ) অর্থনীতি, শিক্ষা এবং সামাজিক বিভিন্ন ক্যাটাগরিতে সংস্কার ও সৃজনশীলতার জন্য ব্যক্তি, গোষ্ঠী ও প্রতিষ্ঠানকে এ্যাওয়ার্ড প্রদান করে থাকে। বিভিন্ন ব্যক্তি, গোষ্ঠী ও প্রতিষ্ঠানকে এ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে তাদের সংস্কার ও সৃজনশীল কার্যক্রমের তথ্য আদান-প্রদান ও অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়ন করাই ডব্লিউএলএফের মূল লক্ষ্য। হুইপ ইকবালুর রহিম তার নির্বাচনী এলাকায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে হিজড়া সম্প্রদায়ের জন্য আবাসনের ব্যবস্থা করে মানবপল্লী গ্রহণ করে তাদের পুনর্বাসনসহ হিজড়াদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। এই মানবপল্লীতে ৮০টি হিজড়া পরিবারকে পুনর্বাসন করা হয়েছে এবং সরকার থেকে প্রতিমাসে সহায়তা প্রদান করা হচ্ছে। হিজড়া সম্প্রদায়কে পুনর্বাসন ছাড়াও বৃদ্ধাশ্রম নির্মাণ ও সামাজিক কর্মকা-ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২০১৭ সালের জন্য সোশ্যাল ইনোভেটর ক্যাটাগরিতে সম্মানজনক এই পুরস্কার প্রদানের জন্য মনোনীত হন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হুইপ ইকবালুর রহিম। এ ব্যাপারে ইকবালুর রহিম বৃহস্পতিবার জনকণ্ঠকে বলেন, এই এ্যাওয়ার্ড প্রাপ্তির বিষয়টি তিনি ইতোমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেছেন। হিজড়া সম্প্রদায়ও আমাদের পরিবারের সদস্য। কিন্তু তাদের পরিবার গ্রহণ করে না, তারা অবহেলিত। তাদের অবহেলা না করে তাদের প্রতি একটু যতœশীল হলেই তারা সমাজের সাধারণ সদস্যদের মতোই আচরণ ও সহাবস্থান করতে পারবে। তিনি এ্যাওয়ার্ড গ্রহণ ছাড়াও পরের দিন আয়োজক কমিটির সঙ্গে এক বৈঠকে অংশগ্রহণ করবেন।
×