ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী ২৬ ফেব্রুয়ারি সান্তাহার যাচ্ছেন, উদ্বোধন করবেন দেশের প্রথম বহুতল খাদ্যগুদাম

প্রকাশিত: ০৫:৩৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

প্রধানমন্ত্রী ২৬ ফেব্রুয়ারি  সান্তাহার যাচ্ছেন, উদ্বোধন করবেন দেশের প্রথম বহুতল খাদ্যগুদাম

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ১৬ ফেব্রুয়ারি ॥ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে নির্মিত দেশের প্রথম মাল্টি স্টোরিড ওয়্যারহাউসের (বহুতলবিশিষ্ট খাদ্যগুদাম) উদ্বোধন করতে আগামী ২৬ ফেব্রুয়ারি সান্তাহার আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ সফরের কর্মসূচী ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। সান্তাহার অত্যাধুনিক বহুতলবিশিষ্ট খাদ্যগুদাম নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক উপসচিব প্রকৌশলী গোলাম মোস্তফা জানান, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সিংহভাগ আর্থিক সহায়তায় ৩ শ’ কোটি টাকা ব্যয়ে দেশে প্রথম নির্মিত হলো শীতাতপ নিয়ন্ত্রিত বহতল খাদ্যগুদাম। ২৫ হাজার মেট্রিকটন ধারণ ক্ষমতার মাল্টি স্টোরিড ওয়্যারহাউস গ্রেন সাইলো নির্মিত হয় ‘সান্তাহার খাদ্যশস্য সাইলো’ ক্যাম্পাসে। ১৯৬৯ সালে নির্মিত খাদ্যশস্য (গম) সাইলোর ধারণ ক্ষমতাও ২৫ হাজার মেট্রিক টন। সে সময় জমিক্রয়সহ ২৩ তলার (১৮০ ফুট) সমান উঁচু ২টি ও ২৫ তলার (২১১ ফুট) সমান ১টি ভবনসহ সব অবকাঠামো নির্মাণে ব্যয় হয়েছিল ৪০ লাখ ৪০ হাজার ৬৫ মার্কিন ডলার। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১, কাজী নিশাত রসুল স্বাক্ষরিত পত্র সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন বেলা এগারোটায় সান্তাহার আগমন করবেন। এর পর সান্তাহার বহুতল খাদ্যগুদাম প্রকল্প পরিদর্শন ও উদ্বোধন করা ছাড়াও এখান থেকে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন নন্দিগ্রাম উপজেলা কমপ্লেক্স ভবন, সোনাতলার বয়ড়া কারিগরি স্কুল এ্যান্ড কলেজ চত্বরে নির্মিত বন্যা আশ্রয় কেন্দ্র, গাবতলী উপজেলার মোস্তাফিজার রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় চত্বরে নির্মিত বন্যা আশ্রয় কেন্দ্র, শাজাহানপুর থানা ভবন, শাজাহানপুর উপজেলার সুলতানগঞ্জ হাইস্কুলে দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের জন্য নির্মিত হোস্টেল, শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, নন্দিগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এবং সোনাতলা উপজেলার সিচারপাড়া-৩ গুচ্ছগ্রাম প্রকল্প। পাশাপাশি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বগুড়া প্রেসক্লাব ভবন ও বগুড়া শাজাহানপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দুপচাঁচিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, গাবতলী উপজেলার খৈলসাকুড়ি ব্রিজ, জয়ভোগ ব্রিজ, সারিয়াকান্দি উপজেলার হাটফুলবাড়ী ব্রিজ, কৃষিপণ্য বাজারজাতকরণে গ্রামীণ যোগাযোগ উন্নয়ন প্রকল্পের আওতায় সোনাতলা উপজেলার ১০ কিলোমিটার ও সারিয়াকান্দি উপজেলায় ১০ কিলোমিটার রাস্তা নির্মাণ প্রকল্প। এর পর বিকেল ৩ টায় সান্তাহার স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
×