ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২৫ মার্চ গণহত্যা দিবস পালনের আহ্বানে সাড়া দেয়ায় সরকারকে অভিনন্দন

প্রকাশিত: ০৫:২৬, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

২৫ মার্চ গণহত্যা দিবস পালনের আহ্বানে সাড়া দেয়ায় সরকারকে অভিনন্দন

স্টাফ রিপোর্টার ॥ ২৫ মার্চকে গণহত্যা দিবস পালনের আহ্বানে সাড়া দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ‘১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর।’ প্রতিষ্ঠানটির পক্ষে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলা হয়েছে, ২৫ মার্চকে গণহত্যা দিবস পালনের দাবিতে বিগত কয়েক বছর ধরেই ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিসহ নানা সামাজিক সংগঠন বিভিন্ন ধরণের কর্মসূচী পালন করে আসছে। এই ধারাবাহিকতায় বুধবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে ২৫ মার্চকে গণহত্যা দিবস এবং ১ ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস পালনের দাবি তোলেন গণহত্যা জাদুঘর ট্রাস্টের সভাপতি অধ্যাপক ড. মুনতাসীর মামুন এবং নির্র্মূল কমিটির সভাপতি ও গণহত্যা জাদুঘরের ট্রাস্টি শাহরিয়ার কবির সংগঠনটির পক্ষে সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশম জাতীয় সংসদের চৌদ্দতম অধিবেশনে এক অনির্ধারিত আলোচনায় ঘোষণা করেন যে, ২৫ মার্চকে গণহত্যা দিবস পালনের জন্য আমাদের জাতীয় সংসদে যথাযথভাবে প্রস্তাব আনা হবে। পাশাপাশি এটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে পালনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার প্রতি গুরুত্ব আরোপ করেন তিনি। এতে আরও বলা হয়, ‘প্রধানমন্ত্রীর এ ঘোষণা আমাদের পরিশ্রমের একটি বড় স্বীকৃতি বলেই আমরা মনে করি। আমরা বাংলাদেশের একমাত্র গণহত্যা জাদুঘরের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ও তার সরকারকে অভিনন্দন জানাচ্ছি।’
×