ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্যাজুয়াল পোশাক টি-শার্ট

প্রকাশিত: ০৫:০৯, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

ক্যাজুয়াল পোশাক টি-শার্ট

ঋতু বৈচিত্র্যের পালা বদলে শীতকাল শেষে চলে এসেছে বসন্ত। ঋতুর সঙ্গে আমাদের পোশাকের অদ্ভুত এক নিবিড় সম্পর্ক। সময়ের সঙ্গে পাল্টে যায় পোশাকের ধরনও। তাই এ সময়টাতে পোলো-টি শার্ট হতে পারে আপনার ফ্যাশনেবল লুকের অন্যতম সঙ্গী। নাগরিক জীবনে ঘটছে ছন্দপতন। এখন তরুণ-তরুণীদের পছন্দ হাল্কা পোশাক। তাই ক্রেতাদের চাহিদার শীর্ষে আছে পলো শার্ট। ঘরে কিংবা ঘরের বাইরে। সব জায়গাতেই পরিধানযোগ্য এই পোশাক। দমফাটা এই গরমে খেলতে, ঘুরতে কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে উঠতেÑ সব জায়গাতেই মানানসই এই পোশাকগুলো। ইদানীং কিশোর-কিশোরীরা পলো টি-শার্টের দিকে বেশি ঝুঁকছে। থ্রি-কোয়ার্টার প্যান্টের সঙ্গে বেশ মানানসই পলো টি-শার্ট। বাতাসে রোদের তীব্রতা যত বাড়ছে তত বাড়ছে ট্রেন্ডি পলো টি-শার্টের ব্যবহার। হুট করেই তাপমাত্রা পরিবর্তনের জন্য নগরের বাসিন্দারা ছুটছেন বাজারে। গত এক দশকে শাসন করে চলা টি-শার্ট ফ্যাশনের সঙ্গে পলো টি-শার্ট পাল্লা দিয়ে চলছে। এই গরম এলেই তার দুরন্ত গতি যেন আরও বেড়ে ওঠে। গার্মেন্ট শিল্পের প্রসারণ এবং দেশীয় পোশাক শিল্পের জাদুর পরশ এখানে রয়েছে। একসময় আমাদের পোশাক নয় বলে বিবেচিত টি-শার্ট এখন পোশাক সংস্কৃতিতে প্রতিষ্ঠা পেয়েছে। মূল্যের বিচারে কিংবা ফ্যাশনের দোরগোড়ায় পলো টি-শার্ট সবসময়ই চপলা তরুণীর মতো সবার মন জয় করে নিয়েছে সমানভাবে। এখন সচেতন তরুণ-তরুণীদের কাছে পলো টি-শার্টের বাড়তি কদর তৈরি হয়েছে। রং ও ডিজাইনে বৈচিত্র্য থাকায় সহজেই প্যান্ট কিংবা জুতার সঙ্গে ম্যাচ করে পলো টি-শার্ট পরা যায়। ক্যাজুয়াল লুকে পলো টি-শার্টের সঙ্গে জিনসের প্যান্ট বেশি মানায়। হাল্কা বা সাদা রঙের টি-শার্ট পরলে নীল বা ছাই রঙের জিনস, গ্যাবার্ডিন বা সুতি প্যান্টও পরা যায়। তবে ফরমাল প্যান্টের সঙ্গে টি-শার্ট এবং একই রঙের টি-শার্ট ও প্যান্ট পরলে দেখতে ভাল লাগে না। টিনএজ ছেলেরা পলো টি-শার্টের সঙ্গে পাতলা ডেনিম বা কালার টুইস্ট জিন্স এবং মেয়েদের স্টেচিং জিন্স প্যান্টের সঙ্গে ম্যাচিং টি-শার্ট গরমের আরামদায়ক পোশাক। মেয়েরাও পলো টি-শার্ট বেছে নিচ্ছেন আজকাল। যদিও বিশেষ করে কিশোরী মেয়েদের মধ্যে টি-শার্টের প্রতি বেশ আগ্রহ দেখা যায়। তবে এখন কোমর পর্যন্ত নেমে আসা লম্বা পলো টি-শার্টও পরছে মেয়েরা। সেখানেও উজ্জ্বল ও নানা রঙের নকশাই পছন্দের দিকে এগিয়ে। লেগিংস, জেগিংস, গ্যাবার্ডিন বা ডেনিম, পালাজ্জোর সঙ্গে মেয়েদের পলো টি-শার্ট পরা যায়। পলো টি-শার্টের প্যাটার্ন নতুন বললে ভুল হবে কারণ বেশ কয়েক বছর হয়ে গেছে ফ্যাশন ট্রেন্ডে যোগ হয়েছে এটি। আবহাওয়াকে মাথায় রেখে পলো টি-শার্টের ফেব্রিক নির্ধারণ করা হয়। এই গরমে আরামদায়ক পলো টি-শার্টের ব্যাপক চাহিদা লক্ষ্য করছেন ব্যবসায়ীরা। যে কারণে অন্যান্য প্রোডাক্টের চেয়েও গুরুত্ব দিচ্ছেন পলো টি-শার্টকে। দামও হাতের নাগালে হওয়াতে চাহিদা বাড়ছে দিন দিন। ডিজাইন এবং ফেব্রিকভেদে দাম কিছুটা ভ্যারি করলেও পলো টি-শার্টের দাম সবই প্রায় কাছাকাছি। ৩৫০ টাকা থেকে ৬৫০ টাকার মধ্যে পড়বে পলো টি-শার্ট। পলো টি-শার্ট আসলে টি-শার্টেরই আরেক প্যাটার্ন। অর্থাৎ টি-শার্ট যেমন রাউন্ড নেক ঠিক তেমনি পলো টি-শার্টের বডি প্যাটার্ন টি-শার্টের মতো হলেও এর সঙ্গে যুক্ত থাকে কলার, যা ফ্যাশনে নিয়ে এসেছে নতুন মাত্রা। মডেল : আরেফিন শুভ ছবি : আরিফ আহমেদ
×