ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গুপ্তহত্যায় জড়িত সন্দেহ

ন্যামকে বিষ প্রয়োগে হত্যায় আরেক নারী আটক

প্রকাশিত: ০৪:৫৩, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

ন্যামকে বিষ প্রয়োগে হত্যায় আরেক নারী আটক

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং ন্যামের সম্ভাব্য গুপ্তহত্যায় জড়িত সন্দেহে দ্বিতীয় আরেক নারীকে আটক করেছে মালয়েশিয়া। বৃহস্পতিবার মালয়েশীয় পুলিশ মহাপরিদর্শকের বরাতে এ গ্রেফতারের কথা জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেরনামা। হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার হওয়া অপর নারীকে কুয়ালালামপুরের আদালতে তোলা হয়েছে। তাদের অপর সহযোগীদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। খবর বিবিসি ও ইন্টারনেটের। এর আগে দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতারা জানিয়েছিল, তাদের গোয়েন্দা সংস্থাগুলোর সন্দেহ উত্তর কোরিয়ার দু’জন নারী এজেন্ট ন্যামকে খুন করেছে। যুক্তরাষ্ট্রের সরকারী সূত্রগুলো জানিয়েছে, উত্তর কোরিয়ার গুপ্তঘাতকরাই এর জন্য দায়ী। দ্বিতীয় আরেকজনকে গ্রেফতারের খবর দিলেও বেরনামা বিস্তারিত আর কিছু জানায়নি। বলেছে, পরবর্তীতে এ বিষয়ে একটি বিবৃতি দেয়া হবে বলে পুলিশের মহাপরিদর্শক খালিদ আবু বকর জানিয়েছেন। মালয়েশিয়ার সরকারী একটি সংস্থা জানিয়েছে, গ্রেফতার হওয়া সন্দেহভাজন প্রথম নারী আর ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে যার ছবি দেখা গেছে ও গণমাধ্যমগুলোতে যার ছবি ছাপা হয়েছে, তারা একই ব্যক্তি। ছবিতে দেখা গেছে, ওই নারী একটি সাদা টি-শার্ট পরে আছেন এবং শার্টটির সামনের দিকে ‘এলওএল’ অক্ষরগুলো লেখা আছে। বুধবার সকালে তাকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। দুইদিন আগে এই বিমানবন্দরেই ন্যামকে টার্গেট করা হয়েছিল, তাকে সুচের মাধ্যমে দ্রুত ক্রিয়া করে এমন বিষ প্রয়োগ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারের সময় ওই নারী একাই ছিল এবং তার ভ্রমণ সংক্রান্ত কাগজপত্রে তার নাম দোয়ান থি হুয়ং ও জন্মস্থান নাম দিনহ, ভিয়েতনাম লেখা ছিল। ভাসমান স্কুল... ভারতের মনিপুরী রাজ্যের ফুমিডিস এলাকায় পানির ওপর টিন দিয়ে ঘেরা ছোট তিনটি কক্ষের মাত্র ২৫ জন শিক্ষার্থীর একটি ভাসমান স্কুলের সন্ধান মিলেছে। বিনামূল্যে লেখাপড়া করানোর জন্য স্কুলটি তৈরি করা হয়েছে। ফুমিডিস এলাকাটি প্রায়ই বন্যার পানিতে প্লাবিত হয়। স্থানীয় মৎস্যজীবী ইউনিয়ন ও দুটি এনজিওর সহযোগিতায় স্কুলটি তৈরি হয়েছে। -ইয়াহু নিউজ সবচেয়ে ভারি গ্রহ! মহাকাশে এই প্রথম ‘প্রবলেম চাইল্ড’ নামে সবচেয়ে ভারি ভিনগ্রহের সন্ধান পাওয়া গেছে। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) আর্থ, এ্যাটমোস্ফেরিক এ্যান্ড প্ল্যানেটারি সায়েন্সেস বিভাগের গবেষক জুলিয়েন দ্য উইট জানান, পৃথিবী থেকে প্রায় চার শ’ আলোকবর্ষ দূরে রয়েছে ওই সৌরমণ-লটি। তার নক্ষত্রটির নাম- ‘এইচএটি বা হ্যাট-পি-২’। নক্ষত্রটিকে ঘিরে আবর্তিত হচ্ছে বৃহস্পতির চেয়েও ৮ গুণ ভারি একটি ভিনগ্রহ (এক্সোপ্ল্যানেট)। -নাসা
×