ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ৭০ টন জাটকা উদ্ধার

প্রকাশিত: ০৪:৫১, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

চট্টগ্রামে ৭০ টন জাটকা উদ্ধার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকায় বিপুল পরিমাণ জাটকাসহ একটি মাছ ধরার জাহাজ আটক করেছে র‌্যাব। গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ১০টায় দু’জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। র‌্যাব সূত্রে জানানো হয়, অভিযানে নেতৃত্ব দেন ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ এবং আরাফাত হোসেন। ‘জে কে’ নামের মাছ ধরার এ জাহাজটি সদরঘাটে অবস্থান করছিল। জাহাজটি ছিল মাছ খালাসের জন্য অপেক্ষমাণ। খবর পেয়ে র‌্যাবের একটি দল এতে অভিযান চালায়। বড় ধরনের এ জাহাজে মাছ সংরক্ষণের জন্য আড়াই হাজার ব্লক রয়েছে। প্রতিটি ব্লকে রাখা যায় ২২ কেজি করে মাছ। তল্লাশিতে ধরা পড়ে বিপুল পরিমাণ জাটকা। আটক জাটকার পরিমাণ অন্তত ৭০ টন। বড় ইলিশ তেমন পাওয়া যায়নি। পুরোপুরি যাচাই বাছাই শেষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
×