ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার উচ্চশিক্ষা গ্রহণের পথ সহজ করেছে ॥ শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৪:৫১, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

সরকার উচ্চশিক্ষা গ্রহণের পথ সহজ করেছে ॥ শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বর্তমান সরকার উচ্চশিক্ষা গ্রহণের পথ সহজতর করে দিয়েছে। এক সময় উচ্চশিক্ষার জন্য সিলেটে যেতে হতো আর এখন বাড়ি থেকে যাতায়াত করেই বিয়ানীবাজার সরকারী কলেজে অধ্যয়ন করেই অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জন করা সম্ভব হচ্ছে। কিছুদিন পূর্বেও তা ছিল কল্পনা। কিন্তু আজ তা বাস্তব। তিনি বলেন, আমরা চাই তরুণ প্রজন্ম সুশিক্ষিত হোক। উচ্চশিক্ষা গ্রহণ করে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সম্মান বয়ে আনুক। বৃহস্পতিবার বেলা ১১টায় বিয়ানীবাজার সরকারী কলেজে বাংলা, অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধনী ও কলেজের ম্যাগাজিন ‘অন্বেষা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিয়ানীবাজার সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর দ্বারকেশ চন্দ্র নাথ স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, উপজেলা নির্বাহী অফিসার মু. আসাদুজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক তারিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হাছিব মনিয়া প্রমুখ।
×