ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিমান বাহিনীর জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদ বিতরণ

প্রকাশিত: ০৪:৫১, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

বিমান বাহিনীর জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদ বিতরণ

বাংলাদেশ বিমান বাহিনীর ১০৩তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার বিমান বাহিনী ঘাঁটি বাশারস্থ কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটে (সিএসটিআই) অনুষ্ঠিত হয়। সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের মাঝে সনদপত্র ও ট্রফি বিতরণ করেন। বাংলাদেশ বিমান বাহিনীর ১২ জন, শ্রীলঙ্কান বিমান বাহিনীর একজন, রাজকীয় মালয়েশিয়ান বিমান বাহিনীর একজন, নাইজিরিয়ান বিমান বাহিনীর একজন কর্মকর্তা কোর্সে অংশগ্রহণ করেন। -আইএসপিআর ‘প্রসপেক্ট অব জুট জিওটেক্সটাইলস ইন বাংলাদেশ’ বিষয়ে সেমিনার প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার ‘দি প্রসপেক্ট অব জুট জিওটেক্সটাইলস ইন বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইকিউএস কনফারেন্স হলে এ সেমিনারে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গিয়াস উদ্দিন আহ্মদ প্রধান অতিথি ছিলেন। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আব্দুল জব্বার খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ কে এম আশরাফুল হক, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর শেখ মোঃ হাসানুজ্জামান, প্রফেসর ড. এ জে এম ওমর ফারুক ও রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা। -বিজ্ঞপ্তি ৫৮তম ফিলিপ সি. জেসাফ আন্তর্জাতিক ল মুটকোর্ট উদ্বোধন বৃহস্পতিবার থেকে ৩ দিনের নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ও এশিয়ান সোসাইটি অব ইন্টারন্যাশলাল ল বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত ৫৮তম ফিলিপ সি. জেসাফ আন্তর্জাতিক ল মুটকোর্ট প্রতিযোগিতা-২০১৭ জাতীয় রাউন্ডের উদ্বোধনী অনুষ্ঠান নর্দান ইউনিভার্সিটি অডিটরিয়ামে শুরু হয়েছে। আইন অনুষদের ডিন ড. এ.ডব্লিউ এম আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল ডিভিশনের বিচারপতি মোঃ ইমান আলী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য ড. আনোয়ার হোসেন ও নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের রেজিস্ট্রার লেঃ কর্নেল (অব) একতেদার আহমেদ সিদ্দিকী। -বিজ্ঞপ্তি
×