ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবিতে পরিবহন ধর্মঘট

প্রকাশিত: ০৪:৫১, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবিতে পরিবহন ধর্মঘট

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৬ ফেব্রুয়ারি ॥ সড়কে টোলের নামে চাঁদা আদায়কে কেন্দ্র করে ট্রাক-ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সঙ্গে দ্বন্দ্বের কারণে বৃহস্পতিবার ভোর থেকে আন্তঃজেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছে মোটর বাস মালিক সমিতি। ফলে অভ্যন্তরীণ সকল রুটে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। অপরদিকে ট্রাক থেকে টোল আদায়ের অভিযোগে বুধবার সন্ধ্যায় বাস টার্মিনালের সামনে মোটর মালিক সমিতির টোল আদায়ের ঘর ভেঙ্গে অগ্নিসংযোগ করেছে জেলা ট্রাক ও ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়ন। এ নিয়ে শ্রমিকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। মহাসড়কে টোলের নামে চাঁদা আদায়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মোটর বাস মালিক সমিতি ও ট্রাক-ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের মধ্যে বিরোধ চলছিল। ইতোপূর্বে ঠাকুরগাঁও বাস টার্মিনালের সামনে থেকে যেসব গাড়ি থেকে চাঁদা আদায় করা হতো সেসব টাকা ট্রাক-ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়ন ও মোটর বাস মালিক সমিতি ভাগাভাগি করে নিত। সম্প্রতি ট্রাক শ্রমিক ইউনিয়নকে চাঁদার টাকা কম দেয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় এবং বাস টার্মিনালে গাড়ির চাঁদা তোলা বন্ধ করে দেয়।
×