ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পানির ন্যায্য হিস্যার দাবিতে বাসদের রোডমার্চ সমাপ্ত

প্রকাশিত: ০৪:৫০, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

পানির ন্যায্য হিস্যার দাবিতে বাসদের রোডমার্চ সমাপ্ত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ভারতের একতরফা পানি প্রত্যাহারের প্রতিবাদে তিস্তা নদীসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে গাড়িবহরে রোডমার্চ নিয়ে এসে ডালিয়াস্থ তিস্তা ব্যারাজের সাধুর বাজারে সমাবেশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। বৃহস্পতিবার বিকেল ৫টায় তিস্তা ব্যারাজ সংলগ্ন সাধুর বাজারে পৌঁছে বাসদের নেতাকর্মীরা সমাবেশের মাধ্যমে দুদিনব্যাপী রোডমার্চের সমাপ্তি ঘোষণা করেন। সমাবেশে রংপুর জেলা বাসদ সমন্বয়ক কমরেড আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ, কমরেড জাহেদুল হক মিলু, কমরেড রাজেকুজ্জামান রতন, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য ও নঁওগা জেলা বাসদ আহ্বায়ক জয়নাল আবেদীন মুকুল, বগুড়া জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম পল্টু, রংপুর জেলা সদস্য সচিব মমিনুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের রংপুর জেলা আহ্বায়ক সাদেক হোসেন প্রমুখ। বক্তারা বলেন, উজানে পানি সরিয়ে নেয়ায় ভারতীয় আগ্রাসী তৎপরতা ও দেশের ভিতরে সরকারের ভ্রান্তনীতি ও দখল-দূষণে ১ হাজার ২শ’ কমে ২৩০ এ নেমে এসেছে এবং নদীর চেহারা খালে পরিণত হয়েছে।
×