ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিক্ষা সেক্টরে দুর্নীতির পাহাড়সম অভিযোগ ॥ দুদক চেয়ারম্যান

প্রকাশিত: ০৪:৫০, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

শিক্ষা সেক্টরে দুর্নীতির পাহাড়সম অভিযোগ ॥ দুদক চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শিক্ষকদের বদলি, পেনশনের কাগজপত্র প্রস্তুত, নারী শিক্ষকদের মাতৃকালীন ছুটি মঞ্জুরসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম শুধরে নিতে তিনমাস সময় বেঁধে দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। বৃহস্পতিবার চট্টগ্রামে আয়োজিত দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় তিনি বলেন, পাহাড়সম অভিযোগ এসে জমা পড়েছে। সত্যিই এ ধরনের দুর্নীতি না থাকলে অভিযোগ কেন আসে এ প্রশ্ন তুলে দুদক চেয়ারম্যান সংশ্লিষ্ট সব কর্মকর্তাদের কড়াভাবে সতর্ক করে দেন। চট্টগ্রাম নগরীর প্রাইমারি টিচার্স ইনস্টিটিউট (পিটিআই) অডিটোরিয়ামে সকালে অনুষ্ঠিত হয় এই মতবিনিময় সভা। এতে দুদক চেয়ারম্যান বলেন, নারী শিক্ষকদের মাতৃকালীন ছুটি এবং অর্জিত ছুটি নিতেও শিক্ষা কর্মকর্তাকে ঘুষ দিতে হয়, এমন অভিযোগ রয়েছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার খাতা মূল্যায়নের ক্ষেত্রেও ঘুষ গ্রহণের মাধ্যমে প্রকৃত ফলাফল পরিবর্তন, মেধা তালিকায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বা পঞ্চম স্থানে উন্নীত করে ফলাফল কারচুপির অনেক অভিযোগও আমাদের কাছে রয়েছে। কিছু প্রতিষ্ঠানে শিক্ষকরা নিয়মিত পাঠদান না করে বাইরে পড়ানো কিংবা ব্যক্তিগত কাজে লিপ্ত থাকেন। আর কর্মকর্তারাও অনৈতিক সুবিধা গ্রহণ করে এসব অনিয়ম দেখেও না দেখার ভান করেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামাল, বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের সচিব মোঃ আসিফ উজ্জামান ও চট্টগ্রামের জেলা প্রশাসন সামসুল আরেফিন।
×