ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এটা কোন্ ধরনের শাস্তি?

প্রকাশিত: ০৪:৪৯, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

এটা কোন্ ধরনের শাস্তি?

এইচএম এরশাদ, কক্সবাজার ॥ গাড়ির কাগজপত্র সব ঠিকঠাক। মালবাহী ট্রাকের গন্তব্যস্থল হচ্ছে কক্সবাজার থেকে চট্টগ্রাম। জেলার পেকুয়ায় এসে বিধিবাম। মীর কাশেম নামে এক গাড়ি চালককে মাঝ রাস্তায় কান ধরে সিজদা করিয়েছেন পেকুয়ায় থানার এসআই তৌহিদুল ইসলাম। চোখে পড়ার মতো অপরাধ কিছুই না। দারগার দাবি তার গায়ে গাড়ি লেগেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, গাড়ি থেকে ২০-২৫ গজ দূরে এসআই তৌহিদ। চলন্ত গাড়ি তার গায়ে লাগার প্রশ্নই উঠে না। একজন মুরুব্বি গাড়ি চালকের সঙ্গে এমন কা- করায় ওই দারোগার বিরুদ্ধে সমালোচনা ও নিন্দার ঝড় বইছে পেকুয়ার সর্বত্র এলাকায়। বৃহস্পতিবার বেলা ১১টায় পেকুয়া সদর চৌমুহনী চৌরাস্তার মোড়ে এমন ঘৃণিত কাজ করেন পেকুয়া থানার এসআই তৌহিদুল ইসলাম। এদিকে এমন ন্যাক্কারজনক ঘটনা এলাকায় চাউর হলে আইনানুগ ব্যবস্থা নিতে গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেকে ফোন করেন পেকুয়া থানার ওসিকে। তিনি সরেজমিন তদন্তে পাঠান অপর এক দারগাকে। ঘটনার সত্যতা পেয়ে পুলিশের উর্ধতন কর্মকর্তাকে অবহিত করেন ওসি। উচ্চপর্যায়ে কর্মকর্তাদের নির্দেশ পেয়ে দোষী এসআই তৌহিদের বিরুদ্ধে জিডি করেন থানায়। পেকুয়া থানার ওসি মোস্তাফিজ ভূঁইয়া বলেন, একজন ব্যক্তির ইচ্ছাকৃত এবং পুলিশের শৃঙ্খলা বহির্ভূত কোন কাজের জন্য দায়ভার নেবে না পুলিশ বিভাগ। অনৈতিক ও বিতর্কিত কাজ করলে তাকেই দায়ভার বহন করতে হবে। তিনি আরও বলেন, এসআই তৌহিদুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা শুরু হয়ে গেছে। কক্সবাজার সদরের নাজিরার টেক এলাকার নুরুল আলমের পুত্র ট্রাকচালক ভুক্তভোগী মীর কাশেম বলেন, আমি কক্সবাজার থেকে মালবোঝাই ট্রাক নিয়ে চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিলাম। পথিমধ্যে পেকুয়া চৌমুহনী এলাকায় আমাকে পেছন থেকে কেউ যেন ডাক দেয়। ডাক শুনে আমি গাড়ি থামায়। কাছে আসতে দেখলাম তিনি পুলিশের লোক। পুলিশ দেখে আমি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়ি। স্যার বলে সালাম করে তার সামনে দাঁড়াই। তিনি আমার সব কাগজপত্র দেখেন। পরে কোন অজুহাত খুঁজে না পেয়ে তার (এসআই) গায়ে গাড়ি লাগার মিথ্যা অভিযোগে আমাকে কান ধরে সিজদার নির্দেশ দেয়। এতে আমি আপত্তি জানাই। তিনি ধমক ও অস্ত্রের ভয় দেখিয়ে আমাকে শত শত মানুষের সামনে কান ধরিয়ে পেকুয়া রাস্তার মাঝখানে সিজদা করায়। এতে আমি বড় দুঃখ পেয়েছি। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
×