ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সংসদে স্বাস্থ্যমন্ত্রী

এক বছরেই ১২৭ দেশে ৮৩৬ কোটি টাকার ওষুধ রফতানি

প্রকাশিত: ০৪:৪৯, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

এক বছরেই ১২৭ দেশে ৮৩৬ কোটি টাকার ওষুধ রফতানি

সংসদ রিপোর্টার ॥ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন, সরকারের আন্তরিকতা ও উদারনীতির ফলে বাংলাদেশের ওষুধশিল্প অন্যতম শিল্প সেক্টরে পরিণত হয়েছে। দেশীয় চাহিদার শতকরা প্রায় ৯৮ ভাগেরও বেশি ওষুধ বর্তমানে স্থানীয়ভাবে উৎপাদিত হয়। বর্তমানে দেশে উৎপাদিত বিভিন্ন প্রকার ওষুধ ও ওষুধের কাঁচামাল বিশ্বের ১২৭ দেশে রফতানি হচ্ছে। গত অর্থবছরেই দেশীয় ৫৪টি ওষুধ কোম্পানি ৮৩৬ কোটি ৮১ লাখ টাকার ওষুধ রফতানি করেছে। বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকারী দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী এসব তথ্য জানান। বেগম হাজেরা খাতুনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ডিএইচআইএস সফটওয়্যার ব্যবহার করে বিশ্বের সর্ববৃহৎ স্বাস্থ্য তথ্য নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। সরকারী-বেসরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠান ও হাসপাতালের ইলেকট্রনিক তথ্য ভান্ডার, দেশ-ভিত্তিক স্বাস্থ্য মানবসম্পদ তথ্য ভান্ডার, জিও-লোকেশন তথ্য ভান্ডার, হাসপাতাল অটোমেশনের জন্য ওপেন এমআরএস সফটওয়্যার চালু জনস্বাস্থ্য বিষয়ক তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য ডিএইচআইএস সফটওয়্যার ব্যবহার করে বিশ্বের এই সর্ববৃহৎ স্বাস্থ্য তথ্য নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। তিনি জানান, দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য উপাত্তভিত্তিক একটি ইলেকট্রনিক তথ্য ভান্ডার গড়ে তোলার জন্য গ্রাম পর্যায়ে বসবাসকারী সকল নাগরিকের তথ্য সংবলিত ডাটাবেজ তৈরির কাজ সম্পন্ন হয়েছে। এখন এই ডাটাবেজ ভিত্তিক লাইফ টাইম শেয়ার পোর্টেবল সিটিজেনস ইলেকট্রনিক হেলথ রেকর্ড তৈরির কাজ চলছে। মন্ত্রী জানান, সিভিল রেজিস্ট্রেশন এ্যান্ড ভাইটাল স্টাটিটিকস (সিআরভিএস) নামে একটি আন্তর্জাতিক উদ্যোগের আওতায় বর্তমানে জন্ম-মৃত্যু নিবন্ধন, ইলেকশন কমিশন ভোটার ডাটাবেজ, স্বাস্থ্য ডাটাবেজ এবং নির্মীয়মান দারিদ্র্য ডাটাবেজসমূহ সমন্বয় করে আঙ্গুলের ছাপ ও রেটিনার ছবিযুক্ত ন্যাশনাল ইলেকট্রনিক পপুলেশন রেজিস্টার তৈরির পরিকল্পনা নেয়া হচ্ছে। পল্টনে ছাত্রলীগ নেতাকে গুলির ঘটনায় গ্রেফতার ১ স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পল্টনে গাজী গোলাম দস্তগীর এমপির অফিসে ছাত্রলীগ নেতা মোশাররফ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মোঃ মাসুদ রানা আশিক (২৪) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকালে র‌্যাব-৩ কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার গোলিয়ার ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার বিকেল ৫টায় কারওয়ান বাজার র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, মাসুদ রানা ও তার দুই সহযোগী নারায়ণগঞ্জের সাংসদ গাজী গোলাম দস্তগীরের পল্টন অফিস, ৩৭/২ ভবনের ২য় তলায় প্রবেশ করে ছাত্রলীগ নেতা মোশাররফ হোসেনকে তলপেটে গুলি করে পালিয়ে যায়।
×