ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাংবাদিক পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৪:৪৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

সাংবাদিক পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৬ ফেব্রুয়ারি ॥ দৈনিক জনকণ্ঠের পটুয়াখালী নিজস্ব সংবাদদাতা মোঃ মোখলেছুর রহমান ও দৈনিক মানবকণ্ঠের চীফ রিপোর্টার সিদ্দিকুর রহমান, তার বৃদ্ধ বাবা ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে আমতলী থানায় দায়ের করা ষড়যন্ত্র মূলক হত্যা মামলা দায়েরের প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবিতে বাউফলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাউফল সাংবাদিক ঐক্যপরিষদ, বাউফল রিপোর্টার্স ইউনিটি ও বাউফল সাংবাদিক ইউনিয়ন যৌথভাবে এ মানববন্ধন ও সমাবেশ করে। আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় স্থানীয় হাসপাতাল রোডে এ কর্মসূচী পালিত হয়ে। কর্মসূচীতে উপস্থিত ছিলেনÑ বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি কামরুজ্জামান বাচ্চু, সাংবাদিক ঐক্যপরিষদের সভাপতি অতুল চন্দ্র পাল, সাংবাদিক মিজানুর রহমান, শিবলী সাদিক, কামরুল হাসান, কৃষ্ণ কর্মকারসহ বিপুলসংখ্যক প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বরগুনা জেলার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের বাজারখালী গ্রামে গত ৬ জানুরারি দিবাগত রাতে ইদি আমিন (৩৮) খুন হয়। এতে সাংবাদিক পরিবারের ৮ সদস্যসহ ১২ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়।
×