ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ছত্রাকনাশকে ক্ষতিগ্রস্ত আলু চাষীরা ক্ষতিপূরণ পাচ্ছেন

প্রকাশিত: ০৪:৪৩, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

ছত্রাকনাশকে ক্ষতিগ্রস্ত আলু চাষীরা ক্ষতিপূরণ পাচ্ছেন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ কার্বন্ডাজিম গ্রুপের ‘নিউজাম’ নামের ছত্রানাশক প্রয়োগ করে ক্ষতিগ্রস্ত রাজশাহী আলু চাষীরা ক্ষতিপূরণ পাচ্ছেন। বিঘা প্রতি কৃষকরা ক্ষতিপুরণ হিসেবে সাত হাজার টাকা পাবেন। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক মোজদার হোসেন এ তথ্য নিশ্চত করেছেন। তিনি বলেন, ব্লেসিং এগ্রোভেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কার্বন্ডাজিম গ্রুপের ‘নিউজাম’ নামে ছত্রানাশক প্রয়োগ করে রাজশাহীতে ৩৭১ বিঘা আলু ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত আলু চাষী ও কোম্পানির প্রতিনিধিদের নিয়ে বুধবার রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের সভাকক্ষে বৈঠকে বসা হয়। বৈঠক শেষে বিঘা প্রতি সাত হাজার টাকা ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা করেন ওই কোম্পানির পক্ষে এরিয়া ম্যানেজার শহিদুল ইসলাম। তিনি আরও বলেন, প্রথমে কোম্পানির পক্ষ থেকে বিঘা প্রতি পাঁচ হাজার টাকা করে ২২ লাখ টাকা দেয়ার ঘোষণা দেয়া হয়। কিন্তু তাতে আপত্তি জানিয়ে আলু চাষীরা বিঘা প্রতি ২০ হাজার টাকা করে দাবি করে। পরে আলোচনা করে উভয় পক্ষ ছাড় দিয়ে বিঘা প্রতি সাত হাজার টাকা হারে ২৬ লাখ টাকায় সমঝোতা করেন। সমঝতা বৈঠকে ক্ষতিগ্রস্ত আলু চাষী ও কোম্পানির প্রতিনিধি ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি বিভাগ এবং পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্লেসিং এগ্রোভেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এরিয়া ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, কেন নিউজাম ছত্রাকনাশকে আলুর ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে তা কোম্পানির পক্ষ থেকে ক্ষতিয়ে দেখা হচ্ছে। ওই ছত্রাকনাশক বাজারজাত বন্ধ করে দেয়া হয়েছে। ক্ষতিগস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানান তিনি।
×