ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্কুলছাত্রীকে ধর্ষণ

এবার পর্নোগ্রাফি আইনে মামলা

প্রকাশিত: ০৪:৪৩, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

এবার পর্নোগ্রাফি আইনে মামলা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মনিরামপুরে পুলিশের পুত্রসহ তিন বখাটে কর্তৃক স্কুলছাত্রী গণধর্ষণের ঘটনায় আদালতে এবার পর্নোগ্রাফি আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার ধর্ষিতা বাদী হয়ে যশোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে এ মামলা দায়ের করে। মামলা নম্বর-৮৩/১৭। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। এর আগে মনিরামপুর থানার ওসি বিপ্লব কুমার নাথ ও রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আইন উদ্দিন ধর্ষণ ঘটনায় জড়িতদের কাছ থেকে টাকা নিয়ে প্রকৃত ঘটনা আড়াল করে শুধুমাত্র নারী ও শিশু নির্যাতন আইনে থানায় একটি মামলা নেন বলে বাদীর অভিযোগ। বাদী আরো জানায়, ঘটনার দিন পুলিশপুত্র রুমানসহ তিন বখাটে ধর্ষণের ভিডিওচিত্র ইন্টারনেটে আপলোড করে। বিষয়টি জানানো সত্ত্বেও আইনী কোনো সহায়তা দেননি ওই দুই পুলিশ কর্মকর্তা। বাদীর অভিযোগ ও মামলা সূত্রে জানা গেছে, গত ২৯ জানুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের পাশ থেকে হানুয়ার গ্রামের হাবিবুর রহমানের ছেলে রুমান, মনোহরপুর গ্রামের আজিজুর গাজীর ছেলে রয়েল হোসেন এবং একই গ্রামের মোর্শেদ গাজীর ছেলে রুবেল হোসেন বাদীকে অপহরণ করে উপজেলার নলতা গ্রামের সাখাওয়াত কবিরাজের বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে গণধর্ষণ করা হয়। মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয়। পরে তা ইন্টারনেটে আপলোড করে বখাটেরা। এদিকে ঘটনার পর থেকে স্থানীয় পুলিশ প্রশাসন ও তাদের কতিপয় দোসর বাদীর পরিবারকে হুমকি-ধমকি দিচ্ছে বলে দাবি করেছে বাদী।
×