ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তবু সফল সি আর সেভেন!

প্রকাশিত: ০৪:০৬, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

তবু সফল সি আর সেভেন!

স্পোর্টস রিপোর্টার ॥ ঠিক যেন স্বরূপে নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গত মৌসুমে একের পর এক অর্জনে মহিমান্বিত হয়েছেন। কিন্তু চলমান মৌসুমে গোলের জন্য করতে হচ্ছে সংগ্রাম। এই যেমন চ্যাম্পিয়ন্স লীগে গোল যেন ভুলেই গেছেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ তারকা। বুধবার রাতে নেপোলির বিরুদ্ধেও গোলের দেখা পাননি বর্তমান ফিফা সেরা ফুটবলার। তবে ম্যাচে মন্দ খেলেননি পর্তুগীজ অধিনায়ক। পুরো ম্যাচে দারুণ ছন্দে ছিলেন, শুধু গোলই পাননি। এরপরও নতুন আরেক কীর্তি গড়েছেন সুদর্শন সুপারস্টার। সতীর্থদের দিয়ে গোল করানোয় নতুন মাইলফলক ছুঁয়েছেন সি আর সেভেন। ম্যাচের ৪৯ মিনিটে টনি ক্রুসের দলকে এগিয়ে দেয়া গোলটির উৎস ছিলেন রোনাল্ডো। বাইলাইন থেকে চারবারের বর্ষসেরা ফুটবলার খুঁজে নেন ক্রুসকে। এরপর লক্ষ্যভেদ করেন জার্মান মিডফিল্ডার। এই নিয়ে ২০১৬-১৭ আসরে সতীর্থদের দিয়ে মোট পাঁচটি গোল করালেন রোনাল্ডো। রিয়ালের জার্সি গায়ে এক আসরে এটা তার সর্বোচ্চ এ্যাসিস্ট। ইউরোপ সেরার আসরে সর্বোচ্চ ৯৫ গোল করা রোনাল্ডো অবশ্য শেষ ৫২৩ মিনিটে কোন গোল করতে পারেনি। এবারের গ্রুপ পর্বে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে ২-২ এ ড্র করা ম্যাচে শেষবার গোল করেছেন। এর আগে কখনই এত দীর্ঘ সময় গোল খরায় ভুগেননি তিনি। সহজ জয় পেয়ে রিয়াল শেষ আট প্রায় নিশ্চিত করে ফেলেছে। অন্যদিক তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনার পিএসজির কাছে ৪-০ গোলে হেরে বাদ পড়ার কাছাকাছি। সঙ্গত কারণেই রিয়াল সমর্থকদের খুশি হওয়ার কথা। শুধু তাই নয়, বার্সার এমন পরিণতিতে খুশি হয়েছেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোসও। এক প্রশ্নের জবাবে রামোস বলেন, বন্ধুদের কষ্ট পেতে দেখলে খারাপ লাগে। কিন্তু অবশ্যই আমি চাই না যে, বার্সিলোনা জিতুক। কাতালানদের এমন হতাশাজনক হারে অনেকেই অবাক হলেও রামোস সেই দলে নেই বলেই জানিয়েছেন। স্পেন অধিনায়ক বলেন, আমি অবাক হইনি। চ্যাম্পিয়ন্স লীগে যে কোন দলকেই খারাপ খেলার মূল্য দিতে হয়। পিএসজি দারুণ খেলেছে। বার্সিলোনাকে সবসময় রেখেছে চাপের মুখে। বার্সার হতাশাজনক হারের পরের দিনই রিয়াল পেয়েছে দারুণ জয়। তবে ম্যাচের শেষদিকে কিছুটা ব্যথা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে রামোসকে। তবে সেটা গুরুতর কিছু না বলেই আশা করছেন এই স্প্যানিশ ডিফেন্ডার। বলেন, কিছুটা আঘাত পেয়েছি। চেষ্টা করেছি যতক্ষণ পারা যায়, খেলে যেতে। আশা করছি এটা গুরুতর কিছু না। রিয়ালের হয়ে অনেকদিন পর মূল একাদশে খেলার সুযোগ পান জেমস রড্রিগুয়েজ। কিন্তু সুযোগটা তেমন কাজে লাগাতে পারেননি কলম্বিয়ান তারকা। এ কারণে ম্যাচের ৭৬ মিনিটে লুকাস ভাসকুয়েজকে জায়গা করে দিয়ে রড্রিগুয়েজকে মাঠ ছাড়তে হয়। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল রিয়াল ছেড়ে প্রিমিয়ার লীগে পাড়ি জমাচ্ছেন তিনি। কিন্তু নিজেকে স্প্যানিশ রাজধানীতেই রাখার ইঙ্গিত দিয়েছেন এই ফরোয়ার্ড। এ বিষয়ে রড্রিগুয়েজ বলেন, আমি মনে করি সবকিছু ভালভাবেই হচ্ছে। মাদ্রিদ একটি বড় ক্লাব এবং আমি এখানেই থাকতে চাই। ক্যারিয়ারে ভাল ও মন্দ দুটি দিকই আছে। কিন্তু এখানে আমি দীর্ঘদিন থাকতে চাই। এদিকে আবারও সমালোচনার মুখে পড়েছেন বার্সিলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। চ্যাম্পিয়ন্স লীগে পিএসজির কাছে বার্সার চার গোলে হারার ম্যাচে খুঁজেই পাওয়া যায়নি রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের ফিফা সেরা তারকাকে। গুরুত্বপূর্ণ সময়ে মেসির এমন ব্যর্থতার কড়া সমালোচনা করেছেন সাবেক ফুটবলাররা। সমালোচনাকারীদের মধ্যে আছেন দুই সাবেক ইংলিশ ফুটবলার রিও ফার্ডিনান্ড ও স্টিভেন জেরার্ড। তবে বিশাল হারের পরও শিষ্যদের কোন দোষ দেখছেন না বার্সা লুইস এনরিকে। সব দায় মাথায় তুলে নিয়েছেন তিনি। এনরিকে বলেন, সব দায়দায়িত্ব আমার। আপনাদের যদি কারও দোষ খুঁজতে হয় তাহলে সেটা আমি। খেলোয়াড়রা তারাই আছে যারা অন্য দিনগুলোতে জিতছে। এখন যে অবস্থা তাতে আমাদের পরের রাউন্ডে যাওয়া সত্যিকার অর্থেই কঠিন।
×