ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বার্সিলোনাকে নিয়ে দোলাচলে নেইমার!

প্রকাশিত: ০৪:০৪, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

বার্সিলোনাকে নিয়ে দোলাচলে নেইমার!

স্পোর্টস রিপোর্টার ॥ চ্যাম্পিয়ন্স লীগে ফেবারিটদের তালিকার প্রথম সারির দল বার্সিলোনা। কিন্তু এবার শেষ ষোলোর প্রথম লেগেই বড় ধরনের ধাক্কা খেল তারা। মঙ্গলবার প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) কাছে ৪-০ গোলে রীতিমতো বিধ্বস্ত হয় লুইস এনরিকের দল। শুধু বার্স কেন? অতীত পরিসংখ্যান ঘেঁটে দেখা যায় চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসেই নকআউট পর্বে এমন ব্যবধানে হেরে পরের রাউন্ডের টিকেট কাটার নজির আর কোন দলেরই নেই। যে কারণেই ইউরোপ সেরার এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে যাওয়া বার্সিলোনার জন্য কার্যত অসম্ভব। তা স্বীকার করেছেন দলটির সেরা তারকাদের একজন নেইমারও। কিন্তু তাই বলে আবার ছেড়েও দিচ্ছেন না বার্সিলোনার এই ব্রাজিলিয়ান তারকা। তার মতে ‘এখন আমাদের পরের ম্যাচের দিকেই তাকিয়ে থাকতে হবে। দেখি ম্যাচে আমরা ঘুরে দাঁড়াতে পারি কিনা। এটা খুবই কঠিন, কার্যত অসম্ভবও বলা চলে। তবে আমরা হাল ছেড়ে দেব না।’ ক্লাব ফুটবলে এই সময়ের সেরা দল বার্সা। বিশ্ব ফুটবলের সেরা আক্রমণভাগ এখন তাদের। মেসি-নেইমার-সুয়ারেজের পাশাপাশি রক্ষণভাগ কিংবা মিডফিল্ডেও সব তারকা ফুটবলারদের হাট। অথচ পার্ক ডি প্রিন্সেসে বার্সাকে গোল বন্যায় ভাসালো পিএসজি! সেই ম্যাচে জোড়া গোল উপহার দেন ফ্রেঞ্চ লীগ ওয়ানের আর্জেন্টাইন তারকা এ্যাঞ্জেল ডি মারিয়া। একটি করে গোল করেন জুলিয়ান ড্র্যাক্সলার ও এডিনসন কাভানি। তাদের বিপক্ষে কোন প্রতিরোধই গড়ে তুলতে পারেননি এমএসএন। চ্যাম্পিয়ন্স লীগের শেষ আটে যেতে হলে লুইস এনরিকের শিষ্যদের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। দ্বিতীয় লেগে ঘরের মাঠে বড় ব্যবধানের জয়ের বিকল্প নেই কাতালানদের। ন্যুক্যাম্পে যদি ৫-০ গোলে জয় পায় তাহলেই কেবল বার্সার সম্ভাবনা থাকবে। তবে প্রতিপক্ষ দলকেও প্রশংসায় ভাসিয়েছেন নেইমার। বার্সিলোনার ব্রাজিলিয়ান তারকার মতে, ‘এটা খুবই বাজে একটা ম্যাচ ছিল। তবে প্যারিস সেইন্ট জার্মেই যোগ্য দল। তারা আমাদের গোলমুখে দারুণ খেলেছে। এমন ম্যাচের আগে আমাদের প্রস্তুতি নেয়াটাও এখন খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমার মনে হয় না এমন পরিস্থিতিতে এর আগে কখনও মুখোমুখি হয়েছিলাম। তবে পরের ম্যাচে নিজের সর্বোচ্চটা দিয়েই আমাদের খেলতে হবে।’ বার্সিলোনা হারলেও দারুণ ফর্মে রয়েছে চ্যাম্পিয়ন্স লীগের বর্তমান চ্যাম্পিয়নরা। তাদের একদিন পরই রিয়াল মাদ্রিদ ৩-১ গোলে পরাজয়ের স্বাদ উপহার দিয়েছে ইতালিয়ান ক্লাব নেপোলিকে। শুধু চ্যাম্পিয়ন্স লীগে কেন জিনেদিন জিদানের শিষ্যরা এবার দুর্দান্ত খেলছে লা লিগাতেও। এই মুহূর্তে লা লিগার পয়েন্ট টেবিলে সবার ওপরে অবস্থান রিয়ালের। ২০ ম্যাচ থেকে তাদের সংগ্রহে ৪৯ পয়েন্ট। রিয়াল মাদ্রিদের চেয়ে দুই ম্যাচ বেশি খেলা বার্সিলোনার দখলে ৪৮ পয়েন্ট। কিন্তু তারপরও লা লিগার শিরোপা জয়ের দৌড়ে কাতালানদের নিয়ে দারুণ আশাবাদী নেইমার। এ প্রসঙ্গে এক সাক্ষাতকারে ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘আমি জানি এই মুহূর্তে এটা কিছুটা কঠিন। কিন্তু কোন কিছুই অসম্ভব নয়। গত বছর দ্বিতীয় স্থানে থাকা দলটির চেয়ে আমরা ১২ পয়েন্ট এগিয়ে ছিলাম। কিন্তু ওই পর্যায়ে আমরা মাত্র একটি কিংবা দুটি পয়েন্ট যোগ করতে পেরেছি। এখনও লীগের অনেক ম্যাচ বাকি। যে কোনকিছুই হতে পারে। আমরা অবশ্য এজন্য নিজেদের পারফর্মেন্সের ওপর গুরুত্ব দিচ্ছি। শিরোপার জন্য মুখিয়ে রয়েছি এবং এ জন্যই আমরা মাঠে নামি।’ লা লিগাকে ইউরোপের সবচেয়ে শক্তিশালী লীগ হিসেবেও মন্তব্য করেছেন নেইমার। তিনি বলেন, ‘আমি মনে করি স্প্যানিশ লীগই বর্তমানে বিশ্বের সেরা লীগ। স্প্যানিশ ক্লাবগুলো গত তিন বছরে কার্যত সব আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা জিতেছে। এমনকি বিগত কয়েক বছরের চ্যাম্পিয়ন্স লীগের শিরোপাও বার্সিলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। তাছাড়া সেভিয়া উয়েফা ইউরোপা লীগে চ্যাম্পিয়ন হয়েছে। বিশ্বের অন্যান্য লীগেও বিশ্বসেরা খেলোয়াড়রা রয়েছেন। কিন্তু আমার বিশ্বাস স্পেন সবার চেয়ে সেরা।’
×