ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাতার ওপেনের প্রথম পর্বে ক্যারোলিন ওজনিয়াকির জয়

কোয়ার্টার ফাইনালে ডোমিনিকা

প্রকাশিত: ০৪:০৪, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

কোয়ার্টার ফাইনালে  ডোমিনিকা

স্পোর্টস রিপোর্টার ॥ কাতার ওপেনের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন সেøাভেকিয়ার ডোমেনিকা সিবুলকোভা। বুধবার দ্বিতীয় পর্বের ম্যাচে টুর্নামেন্টের তৃতীয় বাছাই ৭-৫, ২-৬ এবং ৬-২ সেটে পরাজিত করেন রাশিয়ার এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাকে। সিবুলকোভা ছাড়াও কাতার ওপেনের শেষ আটের টিকেট কেটেছেন চীনের শুয়াই জ্যাং এবং পুয়ের্তোরিকোর মনিকা পুইগ। শুয়াই জ্যাং কঠিন লড়াইয়ের পর ৭-৬ (৭/৩), ৩-৬ এবং ৭-৫ সেটে পরাজিত করেন স্প্যানিশ টেনিস তারকা গারবিন মুগুরুজাকে। আর মনিকা পুইগের বিপক্ষে ৬-২, ৪-৬ এবং ২-১ ব্যবধানে পিছিয়ে থাকার পর কাজাখস্তানের জুলিয়া পুতিনসেভা রিটায়ার্ড করেন। যে কারণে শেষ আটে জায়গা করে নেন মনিকা পুইগও। গত বছর রিও অলিম্পিকে স্বর্ণপদক জিতে টেনিস বিশ্বে আলোচনায় উঠে এসেছিলেন যিনি। তবে পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা আর ধরে রাখতে পারেননি মনিকা পুইগ। মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে খেলেছেন এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা। তাই রাশিয়ান তারকার বিপক্ষে ম্যাচটা যে কঠিন হবে সেই ধারণা আগে থেকেই করেছিলেন সিবুলকোভা। এ প্রসঙ্গে ম্যাচের শেষে তিনি বলেন, ‘ম্যাচটা যে কঠিন হবে তা আগে থেকেই জানা ছিল। কারণ এই মুহূর্তে সে দারুণ ফর্মে। তাছাড়া অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালেও খেলেছে সে। তাই সে যখন তার সেরা ফর্মে থাকে তখন তাকে হারানোটা সত্যিই খুব কঠিন ব্যাপার।’ তবে কাতার ওপেনের তৃতীয়দিনে সবচেয়ে খারাপ খবর হলো স্পেনের টেনিস তারকা গারবিন মুগুরুজার বিদায়। চীনের শুয়াই জ্যাংয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন পঞ্চম বাছাই। বৃষ্টির কারণে দ্বিতীয়দিনের বেশিরভাগ ম্যাচই প- হয়ে গিয়েছিল বুধবার। বৃহস্পতিবার তাই দু’টি করে ম্যাচও খেলতে হয়েছে টেনিস খেলোয়াড়দের। টুর্নামেন্টের পঞ্চম বাছাই গারবিন মুগুরুজাও এদিন টানা দুই ম্যাচ খেলেছেন। প্রথম রাউন্ডের বাধা খুব সহজে পার হলেও দ্বিতীয় পর্বেই আটকে যান তিনি। চীনের শুয়াই জ্যাংয়ের কাছে হেরে তাই রীতিমতো হতাশ সেøাভেকিয়ার এই টেনিস তারকা। এ প্রসঙ্গে ফ্রেঞ্চ ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘খুব কঠিন একটা দিন পার করতে হবে ভেবেই ঘুম থেকে উঠেছি। দিনের প্রথম ম্যাচটা আমি ভালই খেলেছি কিন্তু দ্বিতীয়টা ...। তবে আমি মনে করি শুয়াই জ্যাং খুব ভাল খেলেছে। তবে সত্যি কথা বলতে, পরিস্থিতি খুবই কঠিন ছিল। কোর্টে প্রচ- বাতাস ছিল। তবে সে তার শট সঠিকভাবেই খেলতে পেরেছে।’ এদিকে একইদিনে প্রথম রাউন্ডে জয় পেয়েছেন ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা এদিন ৬-২ এবং ৬-৩ সেটে পরাজিত করেছেন হল্যান্ডের কিকি বার্টেন্সকে। মৌসুমের প্রথম মেজর টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনে খুব একটা সুবিধে করতে পারেননি ওজনিয়াকি। তাই কাতার ওপেনে জয় দিয়ে শুরু করতে পেরে দারুণ সন্তুষ্ট তিনি। এই টুর্নামেন্টে খেলবেন এ্যাঞ্জেলিক কারবারও। বৃহস্পতিবারই দু’টি ম্যাচ খেলার কথা তার। গত মৌসুমটা দারুণ কেটেছে এই জার্মান তারকার। দু’টি গ্র্যান্ডসøাম নিজের শোকেসে তুলেছেন তিনি। সেইসঙ্গে ক্যারিয়ারের প্রথমবার বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও দখল করে নিয়েছিলেন কারবার। কিন্তু নতুন বছরটা খুব ভাল কাটেনি তার। অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ধরে রাখতে পারেননি তিনি। যে কারণেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারাতে হয় কারবারকে। তাকে হটিয়ে শীর্ষস্থান ফিরে পান সেরেনা উইলিয়ামস। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সরাসরি সেটে বড় বোন ভেনাস উইলিয়ামসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। সেইসঙ্গে জার্মান কিংবদন্তি স্টেফিগ্রাফকে ছাড়িয়ে টেনিসের উন্মুক্তযুগে সর্বোচ্চ ২৩ গ্র্যান্ডসøাম জয়ের রেকর্ড গড়েন। সবমিলিয়ে ২৪টি গ্র্যান্ডসøাম নিয়ে সেরেনার সামনে এখন কেবল মার্গারেট কোর্ট।
×