ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিরিজ জয়ের সামর্থ্য আছে আমাদের ॥ সুজন

শ্রীলঙ্কা সফরের জন্য প্রস্তুত মুস্তাফিজ

প্রকাশিত: ০৪:০৪, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

শ্রীলঙ্কা সফরের জন্য প্রস্তুত মুস্তাফিজ

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় দলের ম্যানেজার হিসেবে টানা দুই সফরে দায়িত্ব পালন করেননি খালেদ মাহমুদ সুজন। তবে আসন্ন শ্রীলঙ্কা সফরেই আবার সেই দায়িত্বে ফিরছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এ অধিনায়ক। তিনি দাবি করলেন কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের মতো দুই ক্রিকেটার না থাকায় এখন অভিজ্ঞতায় শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে থাকবে বাংলাদেশ দলই। নিউজিল্যান্ড ও ভারতে যেভাবে দল খেলেছে তাতে করে লঙ্কান সফরের সব ফরমেটেই সিরিজ জয়ের ক্ষমতা আছে বাংলাদেশর এমনটাই দাবি সুজনের। তবে এজন্য জরুরী বিষয় হচ্ছে ক্রিকেটারদের ভাল খেলা এটাও জানালেন। কাটার মাস্টার খ্যাতি পাওয়া বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান আসন্ন সফরের সব ফরমেটেই খেলতে প্রস্তুত বলেও দাবি করলেন সুজন। নিউজিল্যান্ড সফরে তিন ফরমেটেই হেরেছে বাংলাদেশ দল। তবে সব বিদেশী দলই কিউই মাটিতে নাস্তানাবুদ হয়। সেদিক থেকে বাংলাদেশের ক্রিকেটাররা অনেক ভাল খেলেছে বলেই মনে করেন সাবেক অধিনায়ক সুজন। ভারতের বিরুদ্ধে একমাত্র টেস্টেও ব্যাটে-বলে খারাপ করেনি ক্রিকেটাররা। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ আসন্ন। দলের সঙ্গে এবার সুজনও যাবেন। তিনি বলেন, ‘সামনের সিরিজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে, দারুণ ভাল ক্রিকেট খেলছি। নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ খুব ভাল ক্রিকেট খেলেছে। ভারতেও ভাল খেলেছে। যদিও ফলাফল আমাদের দিকে আসেনি। তবে পদ্ধতিগত দিকগুলো ঠিক ছিল। ছোটখাটো ভুল ছিল। এটা হয়, কারণ আমরা অনেক গ্যাপে টেস্ট খেলি। সামনের সিরিজটি, শ্রীলঙ্কার বিপক্ষে খুবই কঠিন সিরিজ। আমি বিশ্বাস করি, সেখানে খুব ভাল ক্রিকেট খেলতে হবে।’ সুজন মনে করেন সব ফরমেটেই সিরিজ জয়ের সামর্থ্য আছে বাংলাদেশের। সুজনের মন্তব্য, ‘নিউজিল্যান্ডেও এগিয়ে ছিলাম। সাকিব-তামিম-মুশফিক অনেক টেস্ট খেলেছে। ওরা অনেক অভিজ্ঞ। আমি মনে করি শ্রীলঙ্কার চেয়েও আমরা অভিজ্ঞতায় এগিয়ে থাকব। আমার বিশ্বাস এই সিরিজটি জিততে আমরা যথেষ্ট সামর্থ্যবান। প্রতিটি ফরমেটে আমরা ভাল ক্রিকেট খেলব।’ নিউজিল্যান্ড সফর দিয়ে ক্রিকেটে ফিরেছেন দলের পেসস্তম্ভ মুস্তাফিজুর রহমান। তবে সবগুলো ম্যাচ খেলা হয়নি। ভারতের বিরুদ্ধেও খেলেননি তিনি। মুস্তাফিজের বিষয়ে সুজন বলেন, ‘আমার তো মনে হয় ও সব ফরমেটে খেলার জন্য প্রস্তুত। আমাদের মাথায় রাখতে হবে, ও আমাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ও একটা বড় ইনজুরি থেকে ফিরেছে। ওর ক্ষেত্রে খুব যতœবান হয়ে বিষয়টা অনুসরণ করতে হবে। যাতে ও দীর্ঘদিন খেলতে পারে।’ সম্প্রতিই সাকিব আল হাসান ভারতের বিরুদ্ধে ৮২ রানের ইনিংস গড়েও বাজে শট খেলে আউট হওয়া নিয়ে বলেছিলেন আমি নিজের খেলায় পরিবর্তন আনব না। এ বিষয়ে সুজনের মতামত বিশ্বসেরা অলরাউন্ডারদের মধ্যে অন্যতম সাকিবকে শেখানোর কিছু নেই। হায়দরাবাদ টেস্টে অধিনায়ক মুশফিকুর রহীমের উইকেট কিপিং নিয়ে দারুণ সমালোচনা হয়েছে। অধিনায়কত্ব হারাতে পারেন এমন গুঞ্জনও আছে। এ বিষয়ে সুজন বলেন, ‘সে সব ফরমেটেই সমান গুরুত্বপূর্ণ। ও-ই বলতে পারবে ওর কাজের চাপ বেশি কিনা। ও যদি মনে করে চাপ হচ্ছে, তাহলে ও বোর্ডের সঙ্গে আলোচনা করবে। কিপিং একটা থ্যাংকসলেস জব। মুশফিক একটা ভাল কিছু করলে সেটা কিন্তু আলোচিত হয় না। কিন্তু একটা ভুল করলে সেটা বাতাসে ভাসতে থাকে। আড়াই বছরের দারুণ সাফল্যের কথা কেউ বলে না।’
×