ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুনামগঞ্জের ডলুরা শুল্ক স্টেশনে সভা

প্রকাশিত: ০৩:৩৮, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

সুনামগঞ্জের ডলুরা শুল্ক স্টেশনে সভা

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমানের সুনামগঞ্জের ডলুরা শুল্ক স্টেশন এলাকা পরিদর্শন উপলক্ষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্র্রিসহ শুল্ক ও কর কর্মকর্তারা । আজ বেলা ১টায় চেম্বারের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন চেম্বার অব কমার্সের সহসভাপতি সজীব রঞ্জন দাস, ছাতকের কর কমিশনার সার্জেন্ট আদ্দউল্লা, সুনামগঞ্জ সহকারী কর কমিশনার দাউদ হোসেন, সহকারী কমিশনার ভ্যাট মোহাম্মদ সোহেল রানা প্রমুখ। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খায়রুল হুদা চপল বলেন, ১৯৯৯ সালে ডলুরা শুল্ক স্টেশনটি ১ বছরের জন্য চালু ছিল। পরবর্তীতে ২০০৯ সালে স্টেশনটি চালুর দাবিতে আবেদন করি। -নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ ভারতের অর্থনীতিতে সেই একই ব্যাধি ভারতের নোট বাতিলের ১০০ দিন পূর্ণ হয়েছে। কিন্তু যে উদ্দেশ্যে ক্ষমতাসীন নরেন্দ্র মোদির সরকার এই নক্সা বাস্তবায়ন করছিলেন তা বোধ হয় পুরোপুরি পূর্ণ হচ্ছে না। প্রকল্প চালুর ৩ মাস পরেই দেশটিতে ছেয়ে যাচ্ছে জাল টাকা। দেশটির সংবাদ মাধ্যমগুলো দাবি করেছে, বাংলাদেশ হয়ে এসব জাল টাকা ভারতে প্রবেশ করছে। হিন্দুস্তান টাইমসের খবর, গত তিন সপ্তাহে এত বেশি পরিমাণ দুই হাজারের জাল নোট বাজেয়াফত করেছে সীমান্ত পুলিশ, তাতে হতবাক হয়েছে প্রশাসন। কারণ, যার জন্যে ৫০০ ও হাজারের নোট বাতিল করা হয়েছিল, সেই একই ব্যাধি ফের চেপে বসছে ভারতীয় অর্থনীতির ওপর। অথচ এই জাল নোট থেকে দেশকে মুক্ত করার জন্যে দেশের মানুষের ওপর চালানো হয় এত বড় অপারেশন। ৮ নবেম্বরের আগে ভারতের বাজারে ছেয়ে গিয়েছিল পাকিস্তান, বাংলাদেশ এবং নেপাল থেকে আসা ৫০০ ও হাজারের জাল নোটে। -অর্থনৈতিক রিপোর্টার
×