ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৮টি রেলস্টেশনে স্টেক ইয়ার্ড নির্মাণের পরিকল্পনা

প্রকাশিত: ০৩:৩৭, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

৮টি রেলস্টেশনে স্টেক ইয়ার্ড নির্মাণের পরিকল্পনা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনির উন্নতমানের পাথর সারাদেশে ব্যাপকভিত্তিতে ব্যবহার করতে গ্রাহক আকৃষ্ট করার লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় ৮টি রেল স্টেশনে স্টেক ইয়ার্ড নির্মাণ করা হবে। এসব ইয়ার্ডে মধ্যপাড়ার উত্তোলনকৃত পাথরের মজুদ গড়ে তোলা হবে। রেল ও নদীপথে পাথর পরিবহন করে যারা ব্যবসা করেন, তাদের সুবিধার্থে এই ইয়ার্ড নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে। মধ্যপাড়া কঠিন শিলা খনির একটি সূত্রে বলা হয়েছে, পাথর বাজারজাত করার লক্ষ্যে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে অবস্থিত সিরাজগঞ্জ, ঈশ্বরদী, খুলনা, ভাটিয়াপাড়া, যশোর, নওয়াপাড়া, ফরিদপুর ও গোয়ালন্দ ঘাটে স্টেক ইয়ার্ড করা হবে। এসব স্টেক ইয়ার্ড থেকে অল্প সময়ের মধ্যেই দ্রুত পাথর কিনে রেল ও নদী পথে নিজ নিজ গন্তব্যে নিয়ে যাওয়ার সুযোগ পাবে পাথর ব্যবসায়ী ও ঠিকাদারগণ। মধ্যপাড়া কঠিন শিলা খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মোঃ মাহমুদ খান জানান, স্টেক ইয়ার্ড করার লক্ষ্যে উল্লেখিত স্থানসমূহে স্ট্যাডি জরিপ শেষ করে পেট্রোবাংলার চেয়ারম্যান বরাবর প্রতিবেদন জমা দেয়া হয়েছে। ওইসব স্থানসমূহে অফিস ও মালামাল রাখার জায়গা বরাদ্দ নিতে অচিরেই রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ আলোচনা শুরু করা হবে। এসব মেশিন ও যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে খনির ভূ-গর্ভে পাথর কেটে রাস্তা ও রেললাইন তৈরির কাজ শুরু করা হয়েছে। ব্যবসা ও বিনিয়োগকে গতিশীল করতে ট্রেড পোর্টাল স্থাপন করা হয়েছে ॥ বাণিজ্যমন্ত্রী সংসদ রিপোর্টার ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন, ব্যবসা ও বিনিয়োগ কার্যক্রমকে গতিশীল ও সহজ করার লক্ষ্যে ইতোমধ্যে বাংলাদেশ ট্রেড পোর্টাল স্থাপন করা হয়েছে। গত বছরের ১৩ মার্চ এই ট্রেড পোর্টাল উদ্বোধন করা হয়। তথ্যসমৃদ্ধ ট্রেড পোর্টালটি সবার জন্য উন্মুক্ত রয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য আবদুল মতিনের প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী এ তথ্য জানান। সরকারী দলের সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতির অন্যতম মূল উদ্দেশ্য হলো- টাকার অভ্যন্তরীণ মূল্য (মূল্যস্ফীতি) ও বহিঃমূল্য (বিনিময় হার) স্থিতিশীল রেখে দেশের জিডিপি প্রবৃদ্ধি বাড়াতে সমর্থন যোগানো। টাকার বহির্মূল্য তথা বিনিময় হার ওঠা-নামার ফলে সাধারণত বৈদেশিক বাণিজ্য প্রভাবিত হয়। তিনি জানান, বিগত ২০০৩ সাল থেকে বাংলাদেশে বিনিময় হার মূলত বৈদেশিক মুদ্রার চাহিদা-সরবরাহের ভিত্তিতে নির্ধারিত হয়।
×