ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যাত্রা শুরু করল ফোর পয়েন্ট বাই শেরাটন

প্রকাশিত: ০৩:৩৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

যাত্রা শুরু করল ফোর পয়েন্ট বাই শেরাটন

স্টাফ রিপোর্টার ॥ মেরিয়ট ইন্টারন্যাশনালের একটি চেইন হোটেল ‘ফোর পয়েন্ট বাই শেরাটন’ গুলশান-২ সার্কেলে নিজস্ব ২৮ তলাবিশিষ্ট টাওয়ার বিল্ডিং নিয়ে যাত্রা শুরু করল। বৃহস্পতিবার দুপুর ১২টায় ফোর পয়েন্ট বাই শেরাটনের বলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এ হোটেলের যাত্রা শুরু কার্যক্রম ঘোষণা করা হয়। এ হোটেলটিতে রয়েছে ১৪৯টি ডিলাক্স ও প্রিমিয়াম ডিলাক্স রুমসহ চারটি আন্তর্জাতিক মানের রেস্টুরেন্ট। এছাড়া হোটেলে আগত গেস্টদের জন্য ওয়ারি ফ্রি সেট, আনকমপ্লিকেটেড কমফোর্ট, কমফোর্টেবল বেড, ফ্রেস কফি ও ফ্রি ইন্টারনেটের ব্যবস্থা রয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। ফোর পয়েন্টস বাই শেরাটন ঢাকার জেনারেল ম্যানেজার মিস্টার টিভর মেকজোনাল সংবাদ সম্মেলনে তার অনুভূতি ব্যক্ত করে বলেন, বাংলাদেশ ক্রমশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। আট বছর আগে আমি যখন ঢাকায় এসেছিলাম তখন এতটা পরিবর্তন চোখে পড়েনি, যা এবার এসে চোখে পড়ছে। আমরা খুবই খুশি আমাদের টাওয়ার বিল্ডিংয়ের যাত্রা শুরু করে। এখানে সম্মানিত অতিথিরা সকল ধরনের সুবিধা ভোগ করতে পারবে। এছাড়া আরও থাকছে ২৭ তলায় অবস্থিত প্যানারমিক সুইমিং পুল ব্যবহারের সুযোগ। নান্দনিক এ হোটেলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র আট কিলোমিটার দূরে অবস্থিত। এখানে রয়েছে ২০০ আসন বিশিষ্ট ব্যাঙ্কুয়েট ও ২টি মিটিং রুম যা সকল ধরনের সোশ্যাল ও বিজনেস ইভেন্ট করার জন্য প্রযোজ্য। দেশী ও বিদেশী কাস্টমারদের জন্য এ হোটেলে রয়েছে চারটি মাল্টি কুজিন রেস্টুরেন্ট। ‘র‌্যাপ্ট’ ক্যাফেতে পাওয়া যাবে ফোর পয়েন্টস সিগনেচার কফি, কেক, কুকিসসহ অন্যান্য খাবার। এর ২৪ তলায় অবস্থিত ‘দি ইটারি’ তে থাকছে কন্টিনেন্টাল স্টাইলে বুফে ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার। ‘দি বেস্ট’ ফোর পয়েন্টসের ২৬ তলায় অবস্থিত ৩৬০ প্যানোরমা স্টাইলের রেস্টুরেন্ট। ঢাকা সিটির টপে অবস্থিত এ রেস্টুরেন্টে আগত অতিথিরা উপভোগ করতে পারবে মনোরম দৃশ্য।
×