ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আল-আরাফাহর পর্ষদ সভা স্থগিত

প্রকাশিত: ০৩:৩৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

আল-আরাফাহর পর্ষদ সভা স্থগিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত আল-আরাফাহ?্ ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা স্থগিত করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ব্যাংকটি আগামী শনিবার বেলা সাড়ে ১১টায় পর্ষদ সভার ঘোষণা দিয়েছিল। ব্যাংকটি সভার নতুন তারিখ ও সময় পরবর্তী নোটিসের মাধ্যমে জানাবে। সভায় ব্যাংকের ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা থেকে আসতে পারে ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা। উল্লেখ্য, ২০১৫ সালে ব্যাংকটি বিনিয়োগকারীদের ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার প্রথম প্রান্তিকে বিএসসির ইপিএস ৩.১৬ টাকা পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড (বিএসসি) প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির বছরের প্রথম ৩ মাসে (জুলাই-সেপ্টেম্বর, ২০১৬) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৬ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ১৯ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৬০৮ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার
×