ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক ও লেনদেন সামান্য বাড়ল

প্রকাশিত: ০৩:৩৪, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

পুঁজিবাজারে সূচক ও লেনদেন সামান্য বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন লেনদেনেও সামান্য উত্থান হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে এক হাজার ৬২ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৯ কোটি ১৫ লাখ টাকা বেশি। বুধবার ডিএসইতে এক হাজার ৫৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৭ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৮, কমেছে ১৫৬ এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৯০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩০৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ২৭ পয়েন্টে। আইডিএলসি ইনভেস্টমেন্টের বাজার পর্যালোচনায় দেখা গেছে, বেশিরভাগ কোম্পানির দর কমলেও মূলত বড় মূলধনী কিছু কোম্পানির দর বাড়ার কারণে সূচকে ইতিবাচক প্রবণতা বজায় রয়েছে। এছাড়া মাঝারি মূলধনের কোম্পানিগুলোর দর বেড়েছে ০.৫ শতাংশ। প্রকৌশল খাতটি বাজারের সর্বোচ্চ লেনদেনকারী খাত হিসেবে বিবেচিত হয়েছে মোট ১৫.৫০ শতাংশ লেনদেন করে। এই খাতের ইফাদ অটোর দর বেড়েছে ৬.১০ শতাংশ ও এ্যাপোলো ইস্পাতের দর বেড়েছে ০.৮০ শতাংশ দর বেড়ে লেনদেনের প্রাধান্য বিস্তার করেছে। এছাড়া লঙ্কা বাংলার মোট ৭.৬১ শতাংশ দর বৃদ্ধির দিনে খাতটির দর বেড়েছে ১.৯০ শতাংশ। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ বারাকা পাওয়ার, লঙ্কা বাংলা ফাইনান্স, আইডিএলসি, ইফাদ অটোস, সেন্ট্রাল ফার্মা, এ্যাপোলো ইস্পাত, জেনারেশন নেক্সট ফ্যাশন, ফরচুন সুজ, ডরিন পাওয়ার ও আমান ফিড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৬৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৩৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৬ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৭, কমেছে ১০৪ এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ লঙ্কা বাংলা ফাইনান্স, এপেক্স ফুটওয়ার, জেনারেশন নেক্সট ফ্যাশন, বারাকা পাওয়ার, আরএন স্পিনিং, ফরচুন সুজ, এ্যাপোলো ইস্পাত, বেক্সিমকো, বিকন ফার্মা ও প্যাসিফিক ডেনিম।
×