ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৬ মাসে আমদানি ঋণপত্র খোলা ও নিস্পত্তি বেড়েছে

প্রকাশিত: ০১:৪৯, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

৬ মাসে আমদানি ঋণপত্র খোলা ও নিস্পত্তি বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) বিভিন্ন পন্য আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার হার ও নিস্পত্তি দুই বেড়েছে। এ সময়ে আগের অর্থবছরের একই সময়ের চেয়ে এলসি খোলা বেড়েছে ৯ দশমিক ৩০ শতাংশ। আর নিস্পত্তি বেড়েছে ১১ দশমিক ২৫ শতাংশ। এ সময়ে খাদ্যপন্য, মূলধনী যন্ত্রপাতি, জ্বালানি তেলের এলসি খোলা বেড়েছে। তবে কমেছে শিল্পের কাঁচামাল আমদানির এলসি খোলা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর এই ছয় মাসে বিভিন্ন পন্য আমদানিতে এলসি খোলা হয়েছে ২ হাজার ৩০২ কোটি ২৮ লাখ মার্কিন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২ হাজার ১০৬ কোটি ৪৭ লাখ ডলার। অন্যদিকে, এ সময়ে বিভিন্ন পন্য আমদানিতে ঋণপত্র নিষ্পত্তি হয়েছে ১ হাজার ২৫৮ কোটি ৮৮ লাখ ডলার। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২ হাজার ৩০ কোটি ৩৮ লাখ ডলার।
×