ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চিত্রনায়ক মান্নার নবম মৃত্যুবার্ষিকী কাল

প্রকাশিত: ০১:১০, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

চিত্রনায়ক মান্নার নবম মৃত্যুবার্ষিকী কাল

স্টাফ রিপোর্টার ॥ চিত্রনায়ক মান্নার নবম মৃত্যুবার্ষিকী আগামীকাল শুক্রবার। ২০০৮ সালের এই দিনে আকস্মিক ভাবে মৃত্যুবরণ করেন তিনি। এ উপলক্ষে স্মৃতিচারণ ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে মান্না ফাউন্ডেশন। উত্তরায় মান্নার নিজ বাসভবন কৃত্যাঞ্জলিতে এ আয়োজন করা হয়েছে। এক সময়ের সবচেয়ে ব্যস্ত নায়ক ছিলেন মান্না। ভালবেসে সারাক্ষন চলচ্চিত্রের কাজের মধ্যে ডুবে থাকতেন। ১৯৯৬ থেকে মৃত্যুর আগ পর্যন্ত শত শত ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। টাঙ্গাইলের কালিহাতীতে জন্ম নেওয়া এই নায়কের আসল নাম এস এম আসলাম তালুকদার। ছোটবেলা থেকে সিনেমার প্রতি তার ছিল প্রচন্ড ঝোঁক। স্বপ্ন ছিল তিনিও একদিন নায়ক হবেন। একদিন বলাকায় সিনেমা দেখতে গিয়ে চোখে পড়ে ‘নতুন মুখের সন্ধানে’ বিজ্ঞাপন। তারপর টিভি আর পত্রিকায় দেখে বন্ধুদের সঙ্গে পরামর্শ করে তিনি ইন্টারভিউ দেন। সুযোগও পেয়ে যান। ১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন আসলাম তালুকদার। যে রাজ্জাককে দেখে চলচ্চিত্রে অভিনয়ের স্বপ্ন দেখার শুরু, সেই রাজ্জাকই এক সময় তাঁকে সুযোগ করে দেন চলচ্চিত্রে অভিনয়ের। ১৯৮৬ সালে নায়করাজ রাজ্জাকের এক বন্ধুর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত ‘তওবা’ সিনেমায় অভিনয়ের সুযোগ ঘটে মান্নার। আর এভাবেই শুরু হয় নায়ক মান্নার চলচ্চিত্র জীবনের যাত্রা। তাঁর প্রথম অভিনীত ছবির নাম ‘তওবা’ কিন্তু প্রথম মুক্তি পায় ‘পাগলি‘ ছবিটি। ১৯৯১ সালে মোস্তফা আনোয়ার পরিচালিত ‘কাসেম মালার প্রেম’ ছবিতে প্রথম একক নায়ক হিসেবে সুযোগ পেয়েছিলেন। এর আগে সব ছবিতে মান্না দ্বিতীয় নায়ক হিসেবে অভিনয় করেছেন। ‘কাসেম মালার প্রেম’ ছবিটি দর্শকের মাঝে সাড়া ফেলার কারনে মান্না একের পর এক একক ছবিতে কাজ করার সুযোগ লাভ করেন। এরপর কাজী হায়াত পরিচালিত ‘দাঙ্গা’ ও ‘ত্রাস’ ছবির কারনে তাঁর একক নায়ক হিসেবে প্রতিষ্ঠা পাওয়া সহজ হয়ে যায়। এরপর মোস্তফা আনোয়ারের অন্ধ প্রেম, মনতাজুর রহমান আকবরের প্রেম দিওয়ানা, ডিস্কো ড্যান্সার, কাজী হায়াতের দেশদ্রোহী, আকবরের বাবার আদেশ ছবিগুলো মান্নার অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠিত করে। মৃত্যুর পূর্বমুহুর্ত পর্যন্ত তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।
×