ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তরঙ্গ ব্যবহারে প্রযুক্তি নিরপেক্ষতা দিতে বললেন জয়

প্রকাশিত: ০৮:৫৫, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

তরঙ্গ ব্যবহারে প্রযুক্তি নিরপেক্ষতা দিতে বললেন জয়

বাংলানিউজ ॥ ফোরজি (চতুর্থ প্রজন্ম) মোবাইল সেবা, এক নম্বরে অন্য অপারেটরের সেবা (এমএনপি) এবং তরঙ্গ ব্যবহারে প্রযুক্তি নিরপেক্ষতা যত দ্রুত সম্ভব দেয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বুধবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ পরিদর্শনে এসে বিভাগের সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি ও পর্যালোচনা শীর্ষক এক সভায় অংশ নিয়ে এসব বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, কোয়ালিটি অব সার্ভিস, টেক নিউট্রালিটি, এমএনপি সেবা, এ্যাকটিভ শেয়ারিং নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এ বছরের মধ্যে ফোরজি, এমএনপি চালু করতে বলেছেন সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, টেক নিউট্রালিটির জন্য কোন সমস্যা নেই। তারানা হালিম বলেন, আমরা বিটিআরসিতে এ বিষয়ে কার্যপত্র দেব। মাস দেড়েকের মধ্যে টেক নিউট্রালিটির বিষয়টি চূড়ান্ত হবে বলে আশা করছি। মানুষের চাহিদার প্রেক্ষাপটে এমএনপির বিষয়টি বৈঠকে তুলে ধরা হয়েছে জানিয়ে তারানা হালিম বলেন, নীতিমালায় পরিবর্তন আনতে বলেছি। বিষয়টি দ্রুত করার জন্য বলেছেন উপদেষ্টা জয়। এ্যাকটিভ শেয়ারিংয়ের বিষয়ে সজীব ওয়াজেদ জয় ইতিবাচক জানিয়ে তারানা হালিম বলেন, বিভিন্ন দেশে কী রকম সেবা দিচ্ছে সে বিষয়ে অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। আমরা এই সেবাও দ্রুত চালু করতে চাই। বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোঃ ফয়জুর রহমান চৌধুরী, বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এবং কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
×