ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মৌচাক মার্কেট খোলা রেখে সংস্কার করার নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ০৮:৩৪, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

মৌচাক মার্কেট খোলা রেখে সংস্কার করার নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মৌচাক মার্কেটের দোকানপাট খোলা রেখেই সংস্কার কাজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি গ্যাস, বিদ্যুত, পানির সংযোগও অব্যাহত রাখার নির্দেশ দেয়া হয়েছে। দোকান মালিক সমিতির করা আবেদনের শুনানি নিয়ে বুধবার হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট রেজা-ই-রাব্বি খন্দকার, মোঃ সাইফুল ইসলাম ও আফরিন জাহান খান। আদেশের পরে আইনজীবী রেজা-ই-রাব্বি খন্দকার সাংবাদিকদের বলেন, মৌচাক মার্কেটের দোকানপাট বন্ধ রাখার আদেশ আপীল বিভাগ স্থগিত করেছিল। কিন্তু গত ২৩ জানুয়ারি রাজউকের এক সভায় মৌচাক মার্কেট নিয়ে আলোচনা হয়। এতে বলা হয়, আদালতের আদেশ থাকলেও তারা অন্য উপায় গ্রহণ করবেন। এ আশঙ্কা থেকে মৌচাক মার্কেট বণিক সমিতির পক্ষে সভাপতি দিলদার আহমেদ সেলিম হাইকোর্টে একটি আবেদন করেন। এ আবেদনের শুনানি নিয়ে মৌচাক মার্কেটের দোকান খোলা রেখে মেরামতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়া গ্যাস, বিদ্যুত ও পানির সংযোগও অব্যাহত রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
×