ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন ॥ হাছান মাহমুদ

প্রকাশিত: ০৮:১১, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন ॥ হাছান মাহমুদ

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধের সঙ্গে জড়িত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধে যারা ষড়যন্ত্র করেছিল তাদের এখন রিমান্ডে নেয়া উচিত। জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের দুরভিসন্ধি জানা প্রয়োজন। বুধবার সেগুনবাগিচার স্বাধীনতা হল মিলনায়তনে ‘শেখ হাসিনার সরকার উন্নয়নের মহাসড়কে, পদ্মার ঢেউ বিশ্বব্যাংকে, স্বাধীনতাবিরোধী চক্র ষড়যন্ত্রকারীর চরিত্র করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ স্বাধীনতা পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে। তিনি বলেন, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ এনে অর্থায়ন বন্ধ হলে খালেদা জিয়া বলেছিলেন, সরকারের লজ্জা থাকলে পদত্যাগ করত। কিন্তু আজ প্রমাণ হয়েছে পদ্মা সেতুতে কোন দুর্নীতি হয়নি, সব ছিল ষড়যন্ত্র। তাই খালেদা জিয়ার লজ্জা থাকলে দলের চেয়ারপার্সনের পদ থেকে পদত্যাগ করা উচিত। বাংলাদেশ স্বাধীনতা পরিষদের নেতা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য তালুকদার মোঃ ইউনুস, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার বক্তব্য রাখেন। নির্বাচনী প্রস্তুতিতে ঢাকা নগর আ’লীগ ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে ঢাকা মহানগর আওয়ামী লীগ প্রস্তুতি শুরু করেছে। শীঘ্রই থানা, ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। বুধবার রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ এনেক্স ভবনের একটি রেস্টুরেন্টে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের প্রথম সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি হাজী আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আবু আহমেদ মন্নাফী, নজিবুল হক সরদার, হুমায়ুন কবির, আলমগীর চৌধুরী, খন্দকার এনায়েত উল্যাহ্ ও আবুল বাশার।
×