ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুপারমম বেবি অলিম্পিয়াড

প্রকাশিত: ০৫:৩৭, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

সুপারমম বেবি অলিম্পিয়াড

স্পোর্টস রিপোর্টার ॥ ছোট্ট সোনামণিদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ‘সুপারমম বেবি অলিম্পিয়াড’ আগামী ৩ মার্চ ঢাকার মিরপুরের ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ডায়াপার ব্র্যান্ড ‘সুপারমম’র আয়োজনে ৫ বছর বয়সী পর্যন্ত সোনামণিরা অনুষ্ঠানটিতে অংশ নিতে পারবে। স্কয়ার টয়লেট্রিজ দ্বিতীয়বারের মতো শিশুদের জন্য বাংলাদেশে এই ক্রীড়া উৎসব আয়োজন করছে। সুপারমম বেবি অলিম্পিয়াড ২০১৭তে থাকছে ৫টি বয়সভিত্তিক প্রতিযোগিতা : ক্রলিং, ওয়াকার রেসিং, রানিং, ট্রাই-সাইক্লিং এবং ফুটবল। বিজয়ী প্রতিযোগীদের জন্য থাকবে সোনার মেডেল। এবারও থাকছে বাচ্চাদের পছন্দের সব কার্টুন চরিত্র ও সুপার হিরো। এগুলোর সঙ্গে খেলা করা যাবে, তোলা যাবে ছবি, সেলফি। এ আসরে অংশগ্রহণের জন্য এখনই সোনামণির যে কোন এ্যাক্টিভিটির ছবি আপলোড করতে হবে ww w.supermombd.পড়স পেজে।
×