ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চতুর্থ লরিয়াস এ্যাওয়ার্ড জিতলেন বোল্ট

প্রকাশিত: ০৫:৩৫, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

চতুর্থ লরিয়াস এ্যাওয়ার্ড জিতলেন বোল্ট

স্পোর্টস রিপোর্টার ॥ ১০০ মিটারে সফল। ২০০ মিটারেও অপ্রতিরোধ্য। ৪ গুণিতক ১০০ মিটার রিলেতেও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন। গত বছর রিও অলিম্পিকে ‘ট্রিপল ট্রিপল’ জিতে নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন। তিনি উসাইন বোল্ট। মঙ্গলবার চতুর্থবারের মতো ক্রীড়ার অস্কার খ্যাত ‘লরিয়াস এ্যাওয়ার্ড’ জয়ের স্বাদ পেলেন এই জ্যামাইকান স্প্রিন্টার। সেইসঙ্গে টেনিসের জীবন্ত কিংবদন্তি রজার ফেদেরার, সেরেনা উইলিয়ামস এবং সার্ফার কেলি সø্যাটারের রেকর্ডে ভাগ বসালেন উসাইন বোল্ট। প্রমীলা এ্যাথলেটদের মধ্যে বাজিমাত করেছেন ১৯ বছরের সিমোন বিলিস। গত বছরে আমেরিকার প্রথম এ্যাথলেট হিসেবে একই অলিম্পিকে চার স্বর্ণপদক জয়ের সৌজন্যে ‘লরিয়াস এ্যাওয়ার্ড’ জয়ের স্বাদ পান তিনি। চলতি বছরের আগস্ট মাসে লন্ডনে অনুষ্ঠিত হবে বিশ্বচ্যাম্পিয়নশিপ। এটাই হবে জ্যামাইকান কিংবদন্তির শেষ টুর্নামেন্ট। এটা আরও আগে থেকেই বলে এসেছেন বোল্ট। কিন্তু সতীর্থের ডোপ কেলেঙ্কারিতে সম্প্রতি একটি পদক হারান তিনি। এরপর থেকেই গুঞ্জন শুরু হয় তাহলে কি ক্যারিয়ার লম্বা করবেন এই গ্রহের দ্রুততম মানব? তবে এসব গুঞ্জনের পর বোল্ট নিজের মুখেই জানিয়েছেন এ বছরই অবসরের সিদ্ধান্ত নিবেন তিনি। এর ফলে ২০১৮ সালের কমনওয়েলথ গেমসেও অংশ নিচ্ছেন না উসাইন বোল্ট। এ প্রসঙ্গে ৩০ বছর বয়সী জ্যামাইকান স্প্রিন্টার বলেন, ‘আগামী মৌসুমে আবারও এখানে আসা এবং কঠোর অনুশীলন করাটা আমার জন্য খুব কঠিন। তাছাড়া এখন আমি যে পর্যায়ে রয়েছি সেখানে অবশ্যই জিততে হবে কিন্তু বাস্তবে এমনটি আবার নাও ঘটতে পারে।’ তবে এ্যাথলেটকে বিদায় বলে দেয়ার পর ফুটবলে মনোযোগী হতে চান বোল্ট। বোল্টভক্তদের সেটাও অবশ্য জানা। কেননা জ্যামাইকান স্ট্রাইকার ইতোমধ্যে জার্মানির জায়ান্ট ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে অনুশীলন করার সুযোগও পেয়ে গেছেন। তবে ফুটবলে তার সামর্থ্য নিয়ে যাদের সন্দেহ তাদের বোল্ট জানিয়েছেন, তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের রুনির পর্যায়ের পারফর্মেন্স করতে পারবেন। এ বিষয়ে উসাইন বোল্ট বলেন, ‘অনেক কিছুই করতে চাই আমি। কিন্তু কিভাবে শুরু করব তা ভেবেই ঠিক করতে পারি না। তবে আমি সবসময়ই চেয়েছি ফুটবল খেলতে। এটাতেই এখন সব মনোযোগ। দেখা যাক এখন কি হয়। ডর্টমুন্ডের সঙ্গে অনুশীলন করার সুযোগ পেয়েছি। এটা খুবই ভাল দিক। আশাকরি আগামী এক সপ্তাহের মধ্যেই সেখানে অনুশীলনের জন্য যাচ্ছি। যে কোন পর্যায়েই হোক না কেন আমি ফুটবলটা খেলে দেখাতে চাই। কারণ আমি আমার বন্ধুদের সঙ্গে সবসময়ই ফুটবল খেলি। তাই আমি মনে করি যদি যথাযথভাবে অনুশীলন করতে পারি তাহলে নিঃসন্দেহে ভাল কিছু উপহার দিতে পারব। তবে এটা বলতে চাই না যে, আমি বিশ্বের সেরা ফুটবলার হতে চলেছি কিন্তু খেলতে পারলে ভাল একটা পর্যায়ে যাব এটা ঠিকই বলতে পারি। সম্ভবত ওয়েন রুনির মানের খেলাটা খেলতে পারব। আশাকরি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি।’ এখন দেখা যাক কি থাকছে বোল্টের ভাগ্যে। এদিকে বোল্ট এ্যাথলেট থেকে বিদায় নিলেও নিজেকে আরও অনেক দূরেই নিয়ে যেতে চান তরুণ প্রতিভাবান তারকা সিমোন বিলিস। তার মূল লক্ষ্য এখন ২০২০ সালের টোকিও অলিম্পিক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখনই আমি নিজেকে কিংবদন্তিদের সঙ্গে তুলনা করতে চাই না। এ বছরের শেষের দিকে এবং আগামী বছরের শুরুতে টোকিও অলিম্পিকের জন্য অনুশীলন শুরু করব।’
×